অর্থ আত্মসাতের মামলায় আদিয়ান মার্টের সিইওসহ ৩ কর্মকর্তা রিমান্ডে
গ্রাহকের অর্থ আত্মসাতের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ ৩ জনকে ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে চুয়াডাঙ্গার একটি আদালত।
আর একজনকে জেলগেটে জিজ্ঞাবাসের জন্য আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মানিক দাস এ আদেশ দেন।
তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবাইর সিদ্দিক মানিক, জেনারেল ম্যানেজার মাহমুদ সিদ্দিক রতন এবং ম্যানেজার মিনারুল ইসলামকে। আর আবু বক্কর সিদ্দিককে জেল গেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত।
মামলার এজাহার থেকে জানা গেছে, ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্ট থেকে মোটরসাইকেল ও ফ্রিজ কেনার জন্য চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রামের আতিকুর রহমান নামের এক ব্যক্তি সাড়ে ১৮ লাখ টাকা দেন। তবে পণ্য না পাওয়ায় ২৮ অক্টোবর তিনি বাদী হয়ে সদর থানায় অর্থ আত্মসাত ও প্রতারণার মামলা করেন এই চার জনের বিরুদ্ধে।
মামলা দায়েরের পর র্যাব-৬ গাংনির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ও খুলনাতে গত শনিবার অভিযান চালিয়ে আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ ৪ জনকে আটক করে। পরদিন আদালতে হাজির করানো হলে বিচারক তাদের জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা চুয়াডাঙ্গা সদর থানার এসআই গোপাল চন্দ্র মন্ডল আসামিদের জিজ্ঞাসাবদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। মঙ্গলবার দুপুরে বিচারক উভয় পক্ষের শুনানি শেষে তিনজনকে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন ও একজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।