রংপুরে ভালোবাসা দিবসে উৎসবের আমেজ
ভালোবাসা শব্দটি চিরন্তন। এর কোনো দ্বিতীয় কিংবা আপেক্ষিক সংজ্ঞা নেই। ভালোবাসাটা নির্মোহ স্বার্থহীন। যদিও ভালোবাসার বাণিজ্যিক ফ্রেমে বন্দী এখন অনেকেই।
এবারের লিপ ইয়ারে পহেলা ফাল্গুন এবং ভালোবাসা দিবস পালন করা হচ্ছে একই দিনে। পিছিয়ে নেই রংপুরও। রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজসহ প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠান এবং নগরীর অলিগলিতে দিবসটি পালনের ঢেউ লেগেছে। তরুণ-তরুণীদের পাশাপাশি নানা বয়সী মানুষ।
কারমাইকেল কলেজের শিক্ষার্থী শম্পা জানালেন, মাকে খুব ভালোবাসেন বলেই তাকে নিয়ে ক্যাম্পাসে বেড়াতে এসেছেন।
শম্পার মা সালেহা বেগম জানালেন, 'আমার কাছে প্রত্যেকটি দিনই ভালোবাসার দিন। ভালবাসার নির্দিষ্ট কোনো দিন থাকার মানে নেই।'
নগরীর শাপলা চত্বরে কথা হয় গৃহবধূ সুরভীর সঙ্গে। মেয়েকে নিয়ে বের হতে পেরে তিনি খুব খুশি।
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী পারভেজ জানালেন, 'আসলে এটা একটা উপলক্ষ। ভালোবাসার যেন কোনোভাবে বাণিজ্যিকীকরণ না হয়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তা না হলে সামাজিক অস্থিরতা আরও বাড়বে।'