জনপ্রিয় থ্রিলার লেখক উইলবার স্মিথ আর নেই
কিংবদন্তি থ্রিলার লেখক উইলবার স্মিথ আর নেই। শনিবার বিকেলে কেপটাউনে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৮ বছর।
জীবদ্দশায় সব মিলিয়ে ৪৯টি বই লিখেছেন জাম্বিয়ায় জন্ম নেওয়া লেখক উইলবার স্মিথ। বিশ্বের ৩০টি ভাষায় অনুবাদ হয়েছে তার বইগুলো, বিক্রি হয়েছে ১৪০ মিলিয়নেরও বেশি কপি।
১৯৬৪ সালে প্রথম উপন্যাস 'হোয়েন দ্য লায়ন ফিডস' প্রকাশের পরপরই তা বেস্ট সেলার হয়। উইলবার স্মিথের ব্যক্তিগত জীবনও ছিল তার বইয়ের মতোই রোমাঞ্চকর।
দক্ষিণ আফ্রিকান এই লেখকের টুইটার পেজ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়- "আমরা গভীর শোকের সাথে জানাচ্ছি যে আমাদের অতি প্রিয় ও বিশ্বব্যাপী বেস্টসেলার বইয়ের লেখক উইলবার স্মিথ আর নেই। আজ (গতকাল) বিকালে কেপটাউনের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার স্ত্রী নিসো তার পাশে ছিলেন।"
উইলবার স্মিথ ১৯৩৩ সালের ৯ জানুয়ারি জাম্বিয়াতে জন্মগ্রহণ করেন। বিগত চার দশক ধরে দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ইতিহাস সমৃদ্ধ বই রচনা করেছেন উইলবার স্মিথ। কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গ, দুই ধরনের মানুষের দৃষ্টিকোণ থেকেই লিখেছেন তিনি।
চলতি বছরের শুরুর দিকে স্মিথের সর্বশেষ বই 'লিগ্যাসি অব ওয়ার' প্রকাশিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে রচিত এই বইটি 'কোর্টনি'স ওয়ার' এর সিক্যুয়েল হিসেবে আসে।
লেখক পরিচয়ের বাইরেও উইলবার স্মিথ ছিলেন একজন খ্যাতনামা বুশম্যান এবং সারভাইভালিস্ট। তিনি একজন বড় গেম হান্টার, পাইলট এবং দক্ষ স্কুবা ড্রাইভারও ছিলেন।
গত ১১ বছর ধরে উইলবার স্মিথের লিটারারি এজেন্ট হিসেবে কর্মরত ছিলেন কেভিন কনরয় স্কট। তিনি বলেন, "উইলবার স্মিথ ছিলেন একজন আদর্শ, জীবনের চাইতেও বড়। প্রজন্মের পর প্রজন্ম ধরে তার বই যারা সংগ্রহ করেছে, সেসব পাঠকের কাছ থেকে ভালোবাসা পেয়েছেন তিনি।"
স্কট আরও বলেন, "আফ্রিকা সম্পর্কে তার জ্ঞান ও কল্পনাশক্তির কোনো সীমা-পরিসীমা ছিল না। তার কাজের নীতি এবং চমৎকার লিখনশৈলী তাকে লাখো পাঠকের কাছে পরিচিত করে তুলেছে। তার ফিকশনাল জগতকে বাঁচিয়ে রাখতে তার স্ত্রী নিসো এবং উইলবার অ্যান্ড নিসো ফাউন্ডেশনের সাথে কাজ করে যেতে চাই আমি।"
সূত্র: ডেইলি মেইল