আজ শপথ নিচ্ছেন কেজরিওয়াল
দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে আজ ১৬ ফ্রেব্রুয়ারি রোববার শপথ নিচ্ছেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির রামলীলা ময়দানে শপথ নেওয়ার কথা রয়েছে তার।
তবে নতুন করে শপথ নিলেও অপরিবর্তিত থাকছে কেজরিওয়ালের মন্ত্রিসভা। বুধবার এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
গত মঙ্গলবার হয়ে গেল দিল্লি বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে অরবিন্দ কেজরিওয়ালার দল আম জনতা পার্টি (আপ)। নির্বাচনে ৭০ আসনের মধ্যে ৬২টি আসন গেছে আপের দখলে। মাত্র ৮টি পেয়েছে মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এই নির্বাচনে কোনও আসনই পায়নি কংগ্রেস।
মঙ্গলবার নির্বাচনের ফল প্রকাশের পর কেজরিওয়াল বলেন, আম আদমি পার্টির জয় আসলে দেশের নয়া রাজনীতির পক্ষে জয়। দিল্লির মানুষের বার্তা, তারা স্কুল, মহল্লা ক্লিনিক, ২৪ ঘণ্টা বিদ্যুৎ এবং বিনামূল্যে পানির পক্ষে ভোট দিয়েছেন। এটা দেশের জন্য বড় বার্তা।
ভোটের ফল ঘোষণার পর সেদিন সন্ধ্যায় টুইটারে তাকে জয়ের অভিনন্দন জানান নরেন্দ্র মোদী। পাল্টা ধন্যবাদ জানিয়ে মোদীকে টুইট করেন আপ প্রধান।
সেদিন টুইটে কেজরিওয়ালের উদ্দেশে মোদী লেখেন, ‘‘আপ ও অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লি বিধানসভা নির্বাচনে জয়ের জন্য ধন্যবাদ। দিল্লিবাসীর আকাঙ্খা পূরণে অনেক শুভেচ্ছা’’।
এর উত্তরে কেজরিওয়াল লেখেন, ‘‘আপনাকে ধন্যবাদ। আমাদের রাজধানী শহরকে বিশ্বমানের শহরে পরিণত করার উদ্দেশ্যে কেন্দ্রের সঙ্গে থেকে কাজ করতে মুখিয়ে আছি’’।
এদিকে কেজরিওয়ালের শপথ অনুষ্ঠানে অংশ নিতে চলেছেন পশ্চিমবঙ্গের মৃখ্যমন্ত্রী ও তৃণমূল নেতা মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালেই টেলিফোনে মমতাকে শপথে আসার আমন্ত্রণ জানিয়েছেন স্বয়ং কেজরিওয়াল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আমন্ত্রণ জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তবে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী আজ বারাণসীতে যেতে পারেন মোদী। ফলে শপথগ্রহণের অনুষ্ঠানে নাও যেতে পারেন তিনি।