কাতারে গিয়ে প্রতি ম্যাচে তিন লিটার ঘাম ঝরতে পারে মেসি-নেইমারদের!
ফুটবল বিশ্বকাপের পরবর্তী আসর এবার কাতারে। ২০২২ সালের শেষ দিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই শ্রেষ্ঠত্বের লড়াই। কিন্তু সেখানে ফুটবলারদের পক্ষে ম্যাচ খেলা কষ্টের হবে বলেই মনে করা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে প্রতি ম্যাচে তিন লিটার ঘাম ঝরাতে হতে পারে একেকজন ফুটবলারকে।
২০২২ সালে নভেম্বর-ডিসেম্বরে খেলা হলেও, কাতারে তখন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি। ঠান্ডার দেশ থেকে খেলতে আসা ফুটবলারদের পক্ষে সেখানে খেলা খুব সহজ হবে না বলেই ধারণা। মাত্র এক সপ্তাহ সময় পাওয়া যাবে নতুন আবহাওয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার জন্য। তার মধ্যেই তৈরি হতে হবে লিওনেল মেসিদের।
চার বছরে এক বার বিশ্বকাপ। অনেকটা মহার্ঘ্য বস্তুই বটে! সারা বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের দৃষ্টি থাকে এই আসরের দিকে। ফুটবলাররাও মরিয়া হয়ে ওঠেন নিজেদেরকে সেরা প্রমাণের জন্য। কিন্তু দুই অর্ধের মাঝে বিরতি বা পানি পানের বিরতির মধ্যেই নিজেদের তরতাজা করে ফেলতে পারবেন কিনা, সে বিষয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। নিজেদের সেরাটা দিতে পারবেন তো মেসি, নেইমাররা?
কাতার বিশ্বকাপ শুরু হতে এখনও এক বছর সময় বাকি। বিশ্বকাপের আগে শুধু বল পায়ে লড়াই নয়, আবহাওয়ার সঙ্গে লড়াইয়ের জন্যেও নিজেদের তৈরি করতে হবে ফুটবলারদের। অন্তত চিকিৎসকরা সেই উপদেশই দিচ্ছেন ফুটবলারদের। মানসিক এবং শারীরিক, দুই ভাবেই ফুটবলের গ্রেটেস্ট শো এর জন্য তৈরি থাকতে হবে মেসিদের।
সূত্র: আনন্দবাজার পত্রিকা