ফিলিস্তিনি এ কিশোর চেয়েছিল রোনালদোর মতো ফুটবলার হতে, হত্যা করল ইসরায়েল
ছয় ভাই-বোনের মধ্যে নাজি ছিল পঞ্চম। সেদিন দুপুরে নাজির বোনেরা তার পছন্দের খাবার রান্না করেছিল। এরপর নাজি বাবার কাছে বন্ধুদের সঙ্গে খেলতে যাওয়ার অনুমতি চায়। নাজি বলেছিল, সে তার দাদার দোকানের কাছে...