আগামী বছর থেকে জেন্ডার-নিরপেক্ষ ক্যাটাগরি প্রবর্তন করতে যাচ্ছে ব্রিটিশ মিউজিক অ্যাওয়ার্ড
আগামী বছর থেকে ব্রিটেনের পপ মিউজিক অ্যাওয়ার্ড, ব্রিটে (BRIT) আলাদা করে থাকছে না কোনো নারী ও পুরুষ ক্যাটাগরি।
সোমবার স্থানীয় এবং আন্তর্জাতিক-উভয় পরিসরের সংগীতশিল্পীদের জন্য জেন্ডার-নিরপেক্ষ পুরস্কার প্রবর্তনের ঘোষণা দিয়েছেন এর আয়োজকেরা।
এই পুরস্কারের পরবর্তী আয়োজন ২০২২ সালের ৮ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে শ্রেষ্ঠ শিল্পী হওয়ার দৌড়ে প্রতিযোগিতায় সামিল রয়েছেন সংগীত জগতের বোদ্ধারা।
ব্রিট এর চেয়ারপারসন এবং পলিডোর রেকর্ডসের সহ-সভাপতি টম মার্চ এক বিবৃতিতে বলেছেন, "বিশ্বজুড়ে শিল্পীরা যে সংগীত রচনা করেন, জেন্ডার নিরপেক্ষভাবে তার কৃতিত্ব উদযাপনের জন্য এটিই সঠিক সময়।"
এক্ষেত্রে অন্যান্য যে সকল অ্যাওয়ার্ড শো বা ইভেন্টগুলো জেন্ডারের শ্রেণীবিভাগ ইতিমধ্যে সরিয়ে দিয়েছে, তাদের পদাঙ্ক অনুসরণ করছে ব্রিট।
গেল সেপ্টেম্বরে সান সেবাস্টিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল 'বেস্ট লিডিং পারফরম্যান্স' ক্যাটাগরিতে যৌথ বিজয়ী জেসিকা চ্যাস্টেইন এবং ফ্লোরা ওফেলিয়া হফম্যান লিন্ডাহলকে প্রথম জেন্ডার-নিরপেক্ষ পুরস্কার প্রদান করে।
আগামী বছর এ আয়োজনের ৪২তম সংস্করণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
অলটারনেটিভ/রক অ্যাক্ট, হিপ-হপ/গ্রিম/র্যাপ অ্যাক্ট, ডান্স অ্যাক্ট এবং পপ/আরএনবি অ্যাক্ট- আগামীবার থেকে এ চারটি নতুন ষনরাঁর পুরস্কার দেওয়া হবে যেখানে সাধারণ মানুষেরাও তাদের প্রিয় শিল্পীকে ভোট দিতে পারবেন।
ব্রিটিশ কৌতুক অভিনেতা মো গিলিগান সঞ্চালনা করবেন ব্রিট অ্যাওয়ার্ডের আগামী আসর।
ব্রিটিশ ফোনোগ্রাফিক ইন্ডাস্ট্রি এবং ব্রিট অ্যাওয়ার্ডসের প্রধান নির্বাহী জিওফ টেলরের মতে, "ব্রিটিশ অ্যাওয়ার্ডগুলো শুধুমাত্র ব্রিটিশ সঙ্গীতের উদযাপন নয়, এগুলো ব্রিটিশ সংস্কৃতিরও প্রতিফলন।"
"২০২২ আসরের জন্য আমরা যে পরিবর্তনগুলো আনছি, তার মধ্য দিয়ে আমাদের অসাধারণ শিল্পীদের জন্য আরও বড় বৈশ্বিক প্ল্যাটফর্মের সুযোগ তৈরী হবে।"
- সূত্র- রয়টার্স