পাট থেকে স্যানিটারি প্যাড তৈরির মেশিন উদ্ভাবন বাংলাদেশি বিজ্ঞানীর
পাটের সেলুলোজ-ভিত্তিক পরিবেশবান্ধব স্যানিটারি প্যাড তৈরির মেশিন উদ্ভাবন করেছেন বাংলাদেশি বিজ্ঞানী ফারহানা সুলতানা। এ উদ্ভাবনের জন্য চতুর্থ 'অ্যানুয়াল পিচ ইনোভেশন প্রতিযোগিতায়' গ্র্যান্ড পুরষ্কার পেয়েছেন তিনি। আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) সহকারী বিজ্ঞানী হিসেবে কর্মরত আছেন তিনি।
মঙ্গলবার (২৩ নভেম্বর) আইসিডিডিআরবির অফিসিয়াল ফেসবুকে পেজে প্রকাশিত এক পোস্টে এ খবর জানানো হয়। আমেরিকান সোসাইটি ফর ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিন (এএসটিএমএইচ) নামের এই সংস্থার প্রতিযোগিতায় প্রথম হওয়ায় পাঁচ হাজার ডলার পুরষ্কার পাচ্ছেন তিনি। সেইসঙ্গে ২০২২ সালে অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রতিযোগীতার ৫ম আসরে বিচারকের ভূমিকায় থাকবেন ফারহানা। প্রতিযোগীতার এ বছরের প্রতিপাদ্য ছিল 'মহামারি মোকাবিলায় স্থিতিস্থাপকতা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকারক প্রভাব হ্রাস করা।'
বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা মোবারক আহমদ খান ও ফারহানা সুলতানা একত্রে পাটের সেলুলোজ ভিত্তিক স্বাস্থ্যসম্মত স্যানিটারি প্যাড উদ্ভাবন করেছিলেন।
এই স্যানিটারি প্যাড পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত হওয়ার পরও উপযুক্ত যন্ত্রপাতির অভাবে দেশে এর উৎপাদন শুরু করা যায়নি। পরিবেশবান্ধব এ স্যানিটারি প্যাড তৈরির মেশিন উদ্ভাবন করেই এ পুরষ্কার জিতেছেন আইসিডিডিআরবি'র এ বিজ্ঞানী।