সাদা ঘোড়ায় চেপে বিয়ের আসরে ভিকি, ক্যাটরিনার মেহেদির দাম লাখ টাকা!
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2021/12/05/kat_vik_together_j.jpg)
অবশেষে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে একসাথে গাটছড়া বাঁধতে যাচ্ছেন বলিউডের পাওয়ার কাপল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। আর মাত্র দুদিন পরেই রাজস্থানের বারওয়ারা দুর্গে শুরু হবে তাদের বিয়ের আয়োজন। জমকালো ভারতীয় বিয়ের সব রকম প্রস্তুতিই নিয়েছেন এই জুটি। বলিউডের প্রথম সারির কিছু তারকাও তাদের বিয়েতে উপস্থিত হবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
এদিকে ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদন বলছে, রাজকীয়ভাবে বিয়ের আসরে প্রবেশের প্রস্তুতি নিয়েছেন বর ভিকি কৌশল। ভারতীয় ঐতিহ্য মেনে ঘোড়ায় চেপে আসরে ঢুকবেন তিনি। ভিকির এই বিশেষ মুহূর্তের জন্য সাতটি রাজকীয় সাদা ঘোড়া বাছাই করা হয়েছে বলে জানা গেছে।
বর-কনে ভিকি ও ক্যাটরিনা বিয়ের ভেন্যুতে পৌছাবেন সোমবার। কিন্তু আজ রবিবার থেকেই দুই পক্ষের আত্মীয়স্বজনদের জয়পুরে যাওয়ার কথা রয়েছে।
ক্যাটরিনার বিয়ের জন্য মেহেদি আসবে রাজস্থানের পালি জেলার সোজাত অঞ্চল থেকে। বিশেষ শিল্পিদের হাতে তৈরি এই মেহেদিতে কোনোরকম কৃত্রিম উপাদান ব্যবহার করা হয় না এবং এর রঙ হয় চমৎকার।
জানা গেছে, ক্যাটরিনার বিয়ের এই মেহেদির দাম ৫০ হাজার থেকে এক লক্ষ টাকা। তবে সোজাতের শিল্পীরা ভিকি-ক্যাটের কাছ থেকে কোনো টাকা নিতে চান না বলে জানিয়েছেন তারা।
সূত্র: বলিউড হাঙ্গামা