‘কেউ না গেলে তাকে নিয়ে চিন্তা করার সুযোগ নেই’- সাকিব প্রসঙ্গে ফিল্ডিং কোচ
নিউজিল্যান্ড সফরে যেতে চান না সাকিব আল হাসান। মৌখিকভাবে বিষয়টি বিসিবিকে জানালেও সাকিবকে নিয়েই নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা করা হয়। এর কিছুক্ষণ পরই অবশ্য আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে ছুটির আবেদন করেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। তার ছুটির বিষয়টি এখনও আলোচনার টেবিলে। এমন সময়ে বাংলাদেশের ফিল্ডিং কোচ মিজানুর রহমান বাবুল জানালেন, কেউ যেতে না চাইলে তাকে নিয়ে চিন্তা করার সুযোগ নেই।
নিউজিল্যান্ড সফরে যাওয়া না যাওয়ার ব্যাপারটি সাকিবের ব্যক্তিগত বিষয় বলে মনে করেন ভারপ্রাপ্ত ফিল্ডিং কোচের দায়িত্ব নেওয়া মিজানুর। তার মতে সাকিব ও বিসিবি মিলে এ নিয়ে সিদ্ধান্তে পৌঁছাবে। এ নিয়ে দলের ভাবার কোনো সুযোগ নেই। তার অনুপস্থিতিতে দলে কোনো প্রভাবও পড়বে না।
বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলার পরিত্যক্ত হওয়ার স্থানীয় এই কোচ বলেন, 'এটা ব্যক্তিগত ব্যাপার, সাকিব যাবে কি যাবে না। সাকিবের ব্যক্তিগত ব্যাপার, বোর্ডের বিষয়।'
সাকিবের না থাকা দলের ওপর প্রভাব ফেলবে না বলে মনে করেন মিজানুর রহমান। তিনি বলেন, 'এগুলো দলে কোনো প্রভাব ফেলে না। অন্যান্যরা নিজেদের নিয়ে চিন্তা করে। কেউ না গেলে তাকে নিয়ে চিন্তা করার সযোগ নেই।'
তবে সাকিবের মতো ক্রিকেটাররা দলে থাকলে যে শক্তি বাড়ে, সেটা মনে করিয়ে দিলেন মিজানুর। আবার এও জানালেন, নিউজিল্যান্ড সফরে জেতার জন্যই যাবে বাংলাদেশ দল। তার ভাষায়, 'সাকিব বা অন্যান্য যারা ভালো খেলোয়াড়, তারা গেলে দলের শক্তি বাড়ে। আমরা জেতার জন্যই যাব।'
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ৯ ডিসেম্বর সকালে নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ। চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে নিউজিল্যান্ড সফরে ১৪ দিনের কোয়ারেন্টিন করতে হলেও এবার কোয়ারেন্টিনের নিয়ম কিছু শিথিল করা হয়েছে। এবারের সফরে বাংলাদেশকে সাত দিনের কোয়ারেন্টিন করতে হবে। মাউন্ট মঙ্গানুইতে আগামী ১ জানুয়ারি মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। ক্রাইস্টচার্চে ৯ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় টেস্ট।