ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তার চিকিৎসক।
বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো শরফুদ্দীন আহমেদ মন্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানান।
তিনি বলেন, "গতকালের চেয়ে তার (ওবায়দুল কাদের) অবস্থা অনেকটা ভালো। তার রক্তচাপ ও অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা সবকিছু স্বাভাবিক আছে। তবে পর্যবেক্ষণের জন্য তাকে আরও ২/৩ দিন হাসপাতালে রাখা হবে। এই মুহূর্তে তার নিঃশ্বাস নিতে কোনো অসুবিধা হচ্ছে না।"
ডা. শরফুদ্দীন আরও জানান, দ্রুত রোগমুক্তির জন্য দেশের সবার দোয়া চেয়েছেন মন্ত্রী।
তাছাড়া এই মুহূর্তে ওবায়দুল কাদেরের বিদেশে চিকিৎসার প্রয়োজন নেই বলেও জানান তিনি। তিনি বলেন, বাংলাদেশেই বর্তমানে সব ধরনের আধুনিক চিকিৎসা সম্ভব; তাই চিকিৎসার জন্য কারো বিদেশে যাওয়ার প্রয়োজন নেই।
শারীরিক অসুস্থতা বোধ করায় ও কিছু নিয়মিত চেকআপের জন্য মঙ্গলবার সকালে ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়।
এর আগে ২০১৯ সালের ২ মার্চ গুরুতর অসুস্থ অবস্থায় ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। সেখানে এনজিওগ্রাম করানোর পর তার হৃদপিন্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে।
এরপর ৪ মার্চ উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়।
২০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি করা হয়। দুই মাস ধরে সিঙ্গাপুরে চিকিৎসা নেওয়ার পর ১৫ মে দেশে ফিরে আসেন তিনি।
এরপর ২০২০ সালের ৩১ জানুয়ারি শ্বাসপ্রশ্বাসের সমস্যার কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে আবারও বিএসএমএমইউতে ভর্তি করা হয়।