বিজ্ঞাপনে নারীদের গরু হিসেবে দেখিয়ে তোপের মুখে ডেইরি ব্র্যান্ড!
দুধের বিজ্ঞাপনে নারীদের গরু হিসেবে দেখিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় ডেইরি ব্র্যান্ড সিউল মিল্ক। ইন্টারনেট জগতে বিজ্ঞাপনটি ভাইরাল হওয়ার পর সেটি সরিয়ে নিয়ে ক্ষমা প্রার্থনা করেছে প্রতিষ্ঠানটি।
সিউল মিল্কের প্রচারিত ৩৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, জনৈক ব্যক্তি গোপনে মাঠে অবস্থানরত কিছু নারীর ভিডিও ধারণ করছেন এবং কয়েক মুহূর্ত পরেই তারা গরুতে রূপান্তরিত হয়েছে!
গত ২৯ নভেম্বর নিজেদের ইউটিউব চ্যানেলে এই প্রচারণামূলক ভিডিওটি প্রকাশ করে সিউল মিল্ক। কিন্তু সাধারণ জনতার কাছ থেকে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার পর ৯ ডিসেম্বর তারা ভিডিওটি সরিয়ে নেয়। তবে এরই মধ্যে ভাইরাল হয়ে যাওয়ায় অসংখ্যবার ভিডিওটি পুনরায় আপলোড দিয়েছেন নেটিজেনরা।
ভিডিও প্রসঙ্গে অনলাইনে সকলের কাছে ক্ষমাপ্রার্থনা করেছে সিউল মিল্কের সহপ্রতিষ্ঠান সিউল ডেইরি কোঅপারেটিভ। অনলাইনের পোস্টে তারা লেখে, "আমাদের এই ভিডিওটি দেখে যারাই দুঃখ পেয়েছেন বা অস্বস্তি তৈরি হয়েছে, তাদের সবার কাছে আমরা মাথা নত করে ক্ষমাপ্রার্থনা করছি। আমরা এ বিষয়টি গুরুত্বের সাথে দেখছি। এটি অভ্যন্তরীণভাবে রিভিউ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে, সেদিকে লক্ষ্য রাখা হবে।"
সিউল মিল্কের বিজ্ঞাপনের শুরুতে দেখা যায় ক্যামেরা হাতে একজন পুরুষ জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। ভয়েসওভারে একটি পুরুষ কন্ঠ বলতে থাকে, "অবশেষে একটা সুন্দর খোলা মাঠের মধ্যে তাদের ছবি তোলার সুযোগ আমরা পেয়ে গেছি।"
এরপরেই ক্যামেরাধারী ব্যক্তি ঝোপে লুকিয়ে পড়েন এবং মাঠের মধ্যে যোগব্যায়াম করতে ব্যস্ত একদল নারীর ছবি তুলতে থাকেন। কিন্তু তিনি হঠাৎ শুকনো ডালে পা দিয়ে ফেললে সেটি ভেঙে যায় এবং সেই শব্দে একজন নারী চমকে তার দিকে তাকান। ক্যামেরা আবার নারীদের দিকে ঘোরানোর সাথে সাথেই তারা গরুতে পরিণত হয়।
বিজ্ঞাপনটি শেষ হয় "পরিষ্কার পানি, প্রাকৃতিক খাদ্য, শতভাগ বিশুদ্ধ সিউল দুধ। চিওনগিয়াং এর প্রাকৃতিক খামারে পালিত ভেজালমুক্ত দুধ এটি" বার্তা দিয়ে।
সিউল মিল্কের এই বিজ্ঞাপনটি প্রকাশের পরপরই পুরুষতান্ত্রিকতা ও জেন্ডার সংবেদনশীলতা নিয়ে প্রশ্ন উঠে। শুধুমাত্র নারীকে গরু হিসেবে দেখানোর জন্যেই নয়, কেউ কেউ ক্যামেরাধারী পুরুষের গোপনে নারীদের ছবি তোলার বিষয়টির দিকেও আঙুল তুলেছেন।
গত কয়েক বছর ধরে দক্ষিণ কোরিয়ায় গুপ্ত ক্যামেরায় ছবি বা ভিডিও ধারণ করার মতো অপরাধ বেড়ে গেছে। দক্ষিণ কোরিয়ায় এটি 'মলকা' নামে পরিচিত, যার অর্থ 'গোপন ক্যামেরা'। বিশেষত, নারীদের গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে এই সমস্যা তীব্রতর হয়ে উঠেছে।
সূত্র: বিবিসি