নিজেকে বাহুবলি ভাবছেন ট্রাম্প
দুই দিনের সফরে সোমবার ভারত আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন সময়ে তাকে নিয়ে মশকরা করে টুইটারে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।
সেখানে দক্ষিণ ভারতের তুমুল জনপ্রিয় চলচ্চিত্র 'বাহুবলি-২'-এর ট্রেইলার সম্পাদনা করে, নায়কের চেহারায় বসিয়ে দেওয়া হয়েছে ট্রাম্পের মুখ। সেই ভিডিওটি ট্রাম্প নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার দেওয়ার পর রীতিমতো ভাইরাল হয়ে গেছে।
ভিডিওটি শেয়ার দিয়ে ট্রাম্প লিখেছেন, 'ভারতে দারুণ বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার অধীর অপেক্ষায় রয়েছি আমি।'
ভিডিওর ব্যাকগ্রাউন্ডে জুড়ে দেওয়া হয়েছে চলচ্চিত্রটির 'জিও রে বাহুবলি' গানটি। সেখানে নায়ক প্রভাসের পালক মায়ের চরিত্রে অভিনয় করা রম্যা কৃষ্ণনের মুখের উপর বসানো হয়েছে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মুখ।
ভিডিওতে দেখা যায়, তলোয়ার হাতে রথ ও ঘোড়ায় চড়ে যুদ্ধ করছেন ট্রাম্প। এক পলকের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ট্রাম্পের মেয়ে ইভাংকা ট্রাম্প ও ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রকেও দেখা গেছে এখানে।
ভিডিওটি শেষ হয়েছে 'যুক্তরাষ্ট্র ও ভারত ঐক্যবদ্ধ' বার্তাটি দিয়ে।