৩০০ কোটি ডলারের অস্ত্র ক্রয় চুক্তি করছে ভারত-যুক্তরাষ্ট্র
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাঝে হায়দরাবাদ হাউজে দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়েছে। আজ মঙ্গলবারের এই বৈঠকে উভয় নেতাই দুই দেশের সম্পর্কের নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করবেন।
ট্রাম্পের এই সফরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সেনা ও নৌবাহিনীর জন্য ৩০০ কোটি ডলারের একটি সামরিক হেলিকপ্টার ক্রয় চুক্তি স্বাক্ষর করতে চায় ভারত।
আলোচনার এ প্রসঙ্গ নিয়ে এর আগে গত সোমবার ট্রাম্প আহমেদাবাদ সর্দার প্যাটেল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত 'নমস্তে ট্রাম্প' শীর্ষক সংবর্ধনা অনুষ্ঠানে ইতিবাচক ইঙ্গিত দিয়েছিলেন। ভারতের প্রতিরক্ষা সূত্রগুলো আজকের বৈঠকে সমরাস্ত্র ক্রয় চুক্তিটি চূড়ান্ত হতে পারে বলে আশা করছে।
এর আগে ভারতের রাষ্ট্রপতি ভবনে আয়োজিত আনুষ্ঠানিক অভ্যর্থনায় অংশগ্রহণের মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট তার সফরের দ্বিতীয় দিন শুরু করেন। এরপর তিনি যান দিল্লির রাজঘাটে। সেখানে তিনি মহাত্মা গান্ধীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরেই তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে হায়দরাবাদ হাউজের বৈঠকে অংশ নিয়েছেন।
বিশ্বের বৃহত্তম দুই গণতান্ত্রিক দেশের সরকার প্রধানদের এই বৈঠকে প্রাধান্য পাচ্ছে একটি বড় অংকের সমরাস্ত্র ক্রয়সহ পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরের আলোচনা। এসব সমঝোতা স্মারকের মাঝে রয়েছে প্রাকৃতিক গ্যাস, দ্বিপাক্ষিক বাণিজ্যে বিশেষ সুবিধাসহ বেসামরিক পরমাণু শক্তি উৎপাদনে সহায়তার মতো নানা বিষয়।
এছাড়াও দুই নেতা বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক নানা প্রেক্ষাপট নিয়েও কথা বলবেন। এসব পরিস্থিতিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে কিভাবে আরও দৃঢ় করা যায় সেটাও আলোচনায় প্রাধান্য পাচ্ছে।
ভারতীয় পররাষ্ট্র দপ্তরের এক শীর্ষ কর্মকর্তা জানান, এই বৈঠকের মাধ্যমে বর্তমান বিশ্বের নানা প্রেক্ষাপটে ভারত ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির সহাবস্থান এবং সহযোগিতার বার্তা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পৌঁছে যাবে।