‘ন ডরাই’ সিনেমার নায়ক জানালেন বিয়ের খবর, নায়িকা বিয়ের গানের
২০১৯ সালে মুক্তি পাওয়া 'ন ডরাই' সিনেমায় অভিনয় করেছিলেন শরিফুল রাজ ও সুনেরাহ বিনতে কামাল। গতকাল এই ছবির নায়ক শরিফুল রাজ তার বিয়ে ও অনাগত সন্তানের খবর দিলেন একসঙ্গে। গত বছরের অক্টোবরে তিনি ও চিত্রনায়িকা পরীমনি বিবাহবন্ধনে আবদ্ধ হন।
তবে এতদিন সে খবর গোপনই রেখেছিলেন।
ওদিকে 'ন ডরাই' ছবির নায়িকা সুনেরাহ দিলেন বিয়ের গানের মিউজিক ভিডিওতে পারফর্ম করার খবর। জানালেন সম্প্রতি তিনি একটি বিয়ের গানের মডেল হিসেবে কাজ করেছেন। বিয়ের মৌসুম উপলক্ষে গানটি রিলিজ করা হবে। তবে এই গানের ভিডিওতে সুনেরাহর সাথে শরিফুল রাজ নয়, নাচতে দেখা যাবে অভিনেতা ও মডেল তামিম মৃধাকে।
গতকাল গানটির ট্রেলার রিলিজ হয়েছে। গানটি নিয়ে সুনেরাহ বললেন, "ওয়েডিং সিজন টার্গেট করে গানটি নির্মাণ করা হয়েছে। কাজটি করতে গিয়ে দারুণ উপভোগ করেছি। সবার ভালো লাগবে আশা করছি।"
গানটির নির্মাতা সামিউল রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বললেন, "একটি পান মসলা ব্রান্ডকে প্রমোশনের জন্য গানটি নির্মাণ করা হয়েছে। গত মাসের শেষ দিকে গাজীপুরের একটি রিসোর্টে গানটির মিউজিক ভিডিওর শুটিং করা হয়। এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। খুব তাড়াতাড়ি গানটি প্রকাশ করা হবে।"
তিনি জানান, গানটি গেয়েছেন প্রতীক হাসান। সংগীতায়োজনে ছিলেন ফুয়াদ আল মুক্তাদির।