১৫ জানুয়ারি থেকে অর্ধেক যাত্রী বহন করবে ট্রেন
করোনাভাইরাস সংক্রমণ রোধে ঘোষিত সরকারি নির্দেশনা অনুসারে, আগামী ১৫ জানুয়ারি থেকে প্রতিটি ট্রেনের মোট যাত্রীধারণ ক্ষমতার অর্ধেক টিকেট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এরমধ্যে অর্ধেক টিকিট কাউন্টারে পাওয়া যাবে, বাকি অর্ধেক বিক্রি হবে অনলাইনে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) রেলওয়ে ভবনে রেলমন্ত্রী নুরুল ইসলামের সাথে জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত পরিচালক সরদার শাহাদত আলী জানান, অর্ধেক টিকিট বিক্রি হলেও ভাড়া বাড়বে না।
মঙ্গলবারের প্রজ্ঞাপনে স্ট্যান্ডিং ও প্ল্যাটফর্ম টিকেট বিক্রি বন্ধ রাখার কথাও জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
এর আগে এদিনই মন্ত্রিপরিষদ বিভাগ করোনাভাইরাস ও নতুন ধরন ওমিক্রন বিস্তার রোধে আগামী ১৩ জানুয়ারি থেকে বেশকিছু বিধিনিষেধ কার্যকর করার কথা জানায়।
এসব বিধিনিষেধের মধ্যে ছিল: গণপরিবহনে যাত্রীবহন সীমিতকরণ, উন্মুক্ত স্থানে সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সভা-সমাবেশ, অনুষ্ঠান বন্ধ রাখা এবং বাধ্যতামূলকভাবে মাস্ক পরার নির্দেশ।