যে কারণে আমরা আপনাদের ধন্যবাদ জানাই
একটি পত্রিকার জন্য দুই বছর খুব কম সময়। তবে এইটুকু সময়ই এ শিল্পে পরিবর্তন আনার জন্য যথেষ্ট। সে প্রমাণ দিয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
যেভাবে বলা উচিত, ঠিক সেভাবেই গল্প বলেছি আমরা। আমরা আমাদের সামর্থ্যের সেরাটা দিয়ে সংবাদ পরিবেশন করেছি। সংবাদকে আমরা আমাদের গ্রাফিকস দিয়ে জীবন্ত করে তুলেছি। আর আমাদের এই প্রচেষ্টাকে পাঠকরা ভালোবাসায় সিক্ত করেছেন। তাদের বিচারক্ষমতা ও উপলব্ধির গভীরতাকে ধন্যবাদ জানাই।
আজ অন্যান্য মিডিয়াও আমাদের পথে হাঁটছে। টিবিএস এমন এক ট্রেন্ড শুরু করেছে, যা আজ সবার কাছেই কাঙ্ক্ষিত হয়ে উঠেছে—এজন্য আমরা গর্বিত।
আর সবার মতো মহামারি আমাদেরও ভীষণ ধাক্কা দিয়েছে। অনেকেই তাদের প্রিয়জনদের হারিয়েছেন। আমাদের প্রতিষ্ঠানও হারিয়েছে সহকর্মী। এই ধ্বংসাত্মক মহামারিকে রুখে দেওয়ার একটাই উপায়—আমাদের সবার একসঙ্গে ঘুরে দাঁড়ানো এবং জয়ী হওয়া।
এই লক্ষ্য অর্জনের জন্য, কথা দিচ্ছি, তৃতীয় বর্ষে আমরা আরও বেশি বেশি নতুন নতুন ধারণা ও সৃজনশীলতা নিয়ে পথ চলা শুরু করব।