সিনেমায় কাজ না পেলে ফিল্ম সিটিতেই ক্যান্টিন খুলতেন, লাইট-ক্যামেরার নেশায় বুঁদ ছিলেন সুশান্ত
একতা কাপুরের মেগা হিট 'পবিত্র রিশতা'য় অভিনয় করে ঘরে ঘরে পরিচিতি পেয়েছিলেন। অথচ বড় পর্দার নায়ক হওয়ার স্বপ্নে ২০১৩ সালে সেই সিরিয়ালের কাজ ছেড়ে দেন বিহারের ছেলে সুশান্ত সিং রাজপুত। কোনও গডফাদার ছাড়াই নিজের জায়গা করে নেন অভিনয়ের দুনিয়ায়।
সিনেমায় পা রাখেন 'কাই পো চে' দিয়ে। 'এমএস ধোনি', 'ব্যোমকেশ বক্সী', 'কেদারনাথ', 'ছিছোড়ে'র মতো ছবি দিয়ে তিনি আজও রয়ে গেছেন দর্শক মনে।
কিন্তু ২০২০ সালের ১৪ জুন মাত্র ৩৪ বছর বয়সে আচমকাই থমকে যায় তার পথচলা। 'লাইট-ক্যামেরা-অ্যাকশন'এর হাঁকডাক আর শ্যুটিং ফ্লোরের ব্যস্ততা থেকে বহু দূরে চলে যান সুশান্ত।
অভিনেতার এমন প্রস্থান এখনও মেনে নিতে পারেনি তার অনুরাগী, পরিবার আর বন্ধুরা! জন্মদিনে তাই মনে পড়ে যায় ক্যারিয়ার নিয়ে সুশান্তের অটল মনোভাব।
যদি সিনেমায় কাজ না পেতেন কী করতেন? একবার এক সাক্ষাৎকারে এমনই প্রশ্ন রাখা হয়েছিল তার কাছে। জবাবে সুশান্ত জানিয়েছিলেন, "আমি যখন টিভি ছেড়েছিলাম, তখন আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল তুমি ফিল্ম মেকিংয়ে কোর্স করছ, এরকম যদি হয় তুমি কোনও সিনেমায় সুযোগ পেলে না, তাহলে কী করবে। আর আমার উত্তর ছিল, নিজেকে নিয়ে সিনেমা বানাব। আমি ভেবেই রেখেছিলাম ফিল্ম সিটিতে ক্যান্টিন খুলব। সেখান থেকে রোজগার করে ক্যামেরা কিনব। আর সেই ক্যান্টিন নিয়ে শর্ট ফিল্ম বানাব, তাতে আমি নিজেই অভিনয় করব।"
সুশান্ত জানিয়েছিলেন আসলে ফিল্ম সিটিতে থাকতে তার ভালো লাগে। আর সেই কারণেই সেখানে ক্যান্টিন খুলতেন। যেখানে তিনি খাবারও খেতে পারবেন, আবার শ্যুটের আনন্দও নিতে পারবেন।