তাজমহল দেখানোর নাম করে হাজারো লোকের সাথে প্রতারণা!
ঐতিহাসিক নিদর্শনসমূহ দেখানোর জন্য অনলাইন বুকিং এর নাম করে হাজারো মানুষকে ধোঁকা দিয়েছেন ভারতের দিল্লীর এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। শুক্রবার দিল্লী পুলিশ সূত্রে এ তথ্য জানানো হয়।
অভিযুক্ত ব্যক্তির না্ম সন্দ্বীপ চাঁদ। করোনা মহামারির সময় নিজের চাকরি হারিয়ে সহজ উপার্জনের পন্থা বেছে নিয়েছিলেন সন্দ্বীপ। নকল ওয়েবসাইট তৈরির মাধ্যমে অসংখ্য মানুষের সাথে প্রতারণা করেছেন তিনি।
পুলিশ জানায়, ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনস্ত, আর্কাওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া'র ডিরেক্টোরেট জেনারেল এ বিষয়ে প্রথম অভিযোগ দায়ের করেন।
পুলিশ একটি ঘটনার উদাহরণ দিয়ে জানায়, www.agramonuments.in নামক একটি ওয়েবসাইট থেকে তাজমহল দেখার জন্য টিকিট বুক করেছিলেন জনৈক ব্যক্তি। কিন্তু তাদের ব্যাংক একাউন্ট থেকে টিকিটের টাকা কেটে নেওয়া হলেও, তিনি আসল টিকিট তুলতে সক্ষম হননি। এ বিষয়ে ইতোমধ্যেই একটি মামলা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
"মামলার তদন্ত চলাকালীন এই ওয়েবসাইটটির নিবন্ধনকারী এবং ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি বারবার নিজের অবস্থান পরিবর্তন করেছে। কিন্তু শেষ পর্যন্ত সন্দ্বীপ চাঁদকে উত্তরাখন্ডের চাম্পাত থেকে আটক করা সম্ভব হয়েছে। ওয়েবসাইট তৈরির আগে সে এএসআই ওয়েবসাইটের বেসিক সম্পর্কে পড়াশোনা করে নিয়েছে", বলেন পুলিশের অপরাধ বিভাগের স্পেশাল সিপি দেবেশ চন্দ্র শ্রীবাস্তব।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া