উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত অনশন চালিয়ে যাবেন শাবির শিক্ষার্থীরা
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অনশনকারী শিক্ষার্থীরা উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগ না করা পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে অনশনকারী শিক্ষার্থীদের পক্ষে এনিয়ে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থী শাহরিয়ার হোসেন। এসময় তিনি বলেন, "উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরা আন্দোলন শুরু করেছিলাম। আমাদের শারীরিক অবস্থা বিবেচনা করে অনেক সহপাঠী অনশন ভাঙার অনুরোধ করেছিলেন। কিন্তু, নিজেদের মধ্যে আলোচনার পর সিদ্ধান্ত নিয়েছি উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাব। এই পর্যায়ে আপোষ করলে তা আমাদের নিজেদের নৈতিক অবস্থানেরই বিরোধী হবে।"
তিনি আরও জানান, আমরা নিজেরাই অনশনে এসেছি, কারো দ্বারা প্ররোচিত হয়ে আসিনি।
সংবাদ সম্মেলনে আরেক শিক্ষার্থী জাহিদুল ইসলাম অপূর্ব বলেন, "এই উপাচার্যের বিরুদ্ধে ক্ষোভ একদিনের নয়। তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ে তালেবানি শাসন কায়েম করেছেন। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, রোড পেইন্টিং বন্ধ করেছেন। মেয়েদের সন্ধ্যার মধ্যে হলে যাওয়ার নির্দেশনা জারি করেছেন। ক্যাম্পাসের ভেতরে দোকানপাট বন্ধ করে আন্দোলনরত শিক্ষার্থীদের খাদ্য সংকটে ফেলেছেন। তার বিরুদ্ধে প্রায় চার বছর ধরেই আমাদের ক্ষোভ। তিনি ছাত্রদের একটি নিরীহ আন্দোলনে পুলিশ লেলিয়ে দিয়ে স্বপদে থাকার যোগ্যতা হারিয়েছেন।"
জাহিদুল আরও বলেন, "যে উপাচার্য তার শিক্ষার্থীদের মধ্যে থাকতে নিরাপদ বোধ করেন না, পুলিশি নিরাপত্তার প্রয়োজন হয়; তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকার যোগ্যতা রাখেন না। আমরা তার পদত্যাগ চাই, তার আগপর্যন্ত অনশন চালিয়ে যাব।"