আজ বিচারপতি আবু সাঈদ চৌধুরীর জন্মবার্ষিকী
আজ ৩১ জানুয়ারি, সোমবার সাবেক রাষ্ট্রপতি ও বিচারপতি মরহুম আবু সাঈদ চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী। দিনটি উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান করবে বিচারপতি আবু সাঈদ চৌধুরী জাতীয় স্মৃতি কাউন্সিল।
১৯২১ সালে টাঙ্গাইল জেলার নাগবাড়ি গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা আবদুল হামিদ চৌধুরী পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের স্পিকার ছিলেন। ব্রিটিশ সাম্রাজ্য তাকে খান বাহাদুর উপাধি প্রদান করেছিল।
১৯৭১ সালের ১৫ মার্চ পাকিস্তানী সেনাবাহিনীর হাতে দুই ছাত্র নিহত হওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদে ইস্তফা দেন আবু সাঈদ চৌধুরী। পরবর্তীতে তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পক্ষে বিশ্ব জনমত গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখেন।
আশির দশকে স্বৈরাচার-বিরোধী আন্দোলনেও নেতৃস্থানীয় ভূমিকা রেখেছেন। তিনি নিজ সহায়-সম্পত্তির একটি বড় অংশ টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে দান করে গেছেন।