শতচেষ্টাতেও বাঁচানো গেল না ১০০ ঘণ্টা কুয়ায় আটকে থাকা শিশু রায়ানকে
শতচেষ্টাতেও বাঁচানো গেল না ১০৪ ফুট গভীর কুয়ায় আটকে পড়া মরক্কোর পাঁচ বছরের শিশু রায়ানকে। ১০০ ঘণ্টার বেশি সময় অন্ধকার কুয়ায় আটকে থাকার পর শনিবার রাতে শিশুটিকে মৃত অবস্থায় তুলে আনা হয়।
গত মঙ্গলবার রায়ানের বাবা কুয়া মেরামতের কাজ করার সময় পাশে থাকা শিশুটি ৩০ মিটার (১০৪) ফুট গভীরে পড়ে যায়। সেদিন সন্ধ্যা থেকেই শুরু হয় উদ্ধারকাজ। মরক্কোর উত্তরাঞ্চলের শহর তামরতে সতর্কতার সঙ্গে চলতে থাকে উদ্ধার অভিযান। পাথর বা বালু ধসে যেন কোনো দুর্ঘটনা না ঘটে সেদিকে বিশেষ নজর রাখা হয়।
শনিবার উদ্ধারকর্মীরা রায়ানের কাছাকাছি পৌঁছে যাওয়ার কথা বললেও তারা শিশুটির অবস্থা সম্পর্কে কিছু জানায়নি। রায়ানকে তুলে আনার সংবাদে সেখানে জড়ো হওয়া জনতা উল্লাস প্রকাশ করে। কিন্তু সন্ধ্যার দিকে কুয়ার ভেতর থেকে বের করে আনা হয় শিশুটির মরদেহ। এরপরই পরিস্থিতি নীরব হয়ে পড়ে।
শিশু রায়ান আওরামের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন মরক্কোর রাজা ষষ্ঠ মোহামেদ। রায়ানের মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন রাজা।
গত বৃহস্পতিবার কুয়ার ভেতর ক্যামেরা ঢুকিয়ে শিশুটির অবস্থা পর্যবেক্ষণ করা হয়। সেসময় রায়ান জীবিত ও সজ্ঞানে রয়েছে বলে দেখা যায়। কিন্তু এরপর আর কোনো তথ্য জানানো হয়নি।
শিশুটিকে কুয়ার ভেতর খাবার, পানি ও অক্সিজেন সরবরাহের চেষ্টাও করা হয়। তবে সেগুলো সে ব্যবহার করতে পেরেছিল কি না জানা যায় না।
বালু ও পাথর ধসে পড়ার শঙ্কায় উদ্ধারকর্মীরা কুয়ার সরু মুখ দিয়ে প্রবেশ করতে পারছিল না। সেজন্য কুয়ার কাছাকাছি বুলডোজারের সাহায্যে আরেকটি গর্ত তৈরি করে আড়াআড়িভাবে শিশুটির কাছে পৌঁছানোর চেষ্টা করা হয়।
ফ্লাডলাইট জ্বালিয়ে ২৪ ঘণ্টা কাজ করে উদ্ধারকর্মীরা। উদ্ধারকাজে সহায়তা করা স্থানীয় বিশেষজ্ঞ মোহাম এদইয়ানি কোয়াহাবি বলেন, "সমস্যা হলো কুয়াটি বেশ সরু। ব্যাস মাত্র ২৫ সেমি (৯.৮ ইঞ্চি)। ২৮ মিটার গভীরে গিয়ে তা আরও সরু হয়ে গেছে।"
মঙ্গলবার শিশুটি কুয়ায় পড়ে যাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ সেভ রায়ান লিখে শিশুটির উদ্ধারকাজে সহমর্মিতা জানান অনেকে। রায়ানের মৃত্যুতেও শোক প্রকাশ করছেন নেটিজেনরা।
এর আগে ২০১৪ সালে ঢাকায় প্রায় একইরকম একটি ঘটনায় নলকূপের পাইপে পড়ে নিখোঁজ হয় শিশু জিহাদ। সেসময় ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটি পাইপে নেই দাবি করে উদ্ধারকাজ বন্ধ করলেও স্বেচ্ছাসেবকদের প্রচেষ্টায় নিষ্প্রাণ অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়।
সূত্র: বিবিসি