শিক্ষামন্ত্রীর সফরের আগে শাবি প্রক্টরকে অব্যাহতি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ আলোমগীর কবীরকে অব্যাহতি নিয়ে আদেশ জারী করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার ইশফাকুল হোসেনের সাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশ দেওয়া হয়।
নির্দেশনা অনুসারে, ব্যক্তিগত ও পারিবারিক কারণে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আলমগীর কবীরকে প্রক্টরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
একইসাথে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ ইশরাত ইবনে ইসমাইলকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। অবিলম্বে এই আদেশ কার্যকরের ঘোষণা দেওয়া হয়েছে।
এদিকে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনা করতে আগামীকাল শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার সকালে তিনি ক্যাম্পাসে আসতে পারেন বলে জানা গেছে।