নারী দিবসের নাটক লিখলেন মেহজাবীন
টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে শুধু অভিনেত্রী হিসেবে তার পরিচয় দেওয়ার দিন বোধহয় ফুরাল। আগামী ৮ মার্চ নারী দিবসের জন্য নাটক লিখলেন এই অভিনেত্রী। 'থার্ড আই' নামে এই নাটকটি পরিচালনা করেছেন শ্রাবণী ফেরদৌস।
গত ২৬ ও ২৭ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরা ও বনানীতে নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটকটি লেখার পাশাপাশি এতে মূল চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। এখানে তাকে দেখা যাবে একজন নারী বিক্রয়কর্মীর চরিত্রে।
তবে এটাই মেহজাবীনের লেখা প্রথম নাটক নয়। এর আগে নাটকের গল্প বলেছেন বিভিন্ন পরিচালককে। সেই গল্প অনুযায়ী নাটকও নির্মিত হয়েছে।
নাটকটির গল্প প্রসঙ্গে মেহজাবীন জানান, শপিংয়ে অনেক সময় তিক্ত অভিজ্ঞতা হয় আমাদের। সেই অভিজ্ঞতার আলোকেই নাটকটি লেখা। গল্পটি আরও কয়েক বছর আগে মাথায় এসেছে। এবার দৃশ্যায়ন হলো।
মেহজাবীন বলেন, নিজের সচেতনতার ভাবনাকে গুরুত্ব দিয়েই এটি লিখেছি। আমরা আমাদের পারিপার্শ্বিক অবস্থা, চলাফেরা থেকেই অনেক গল্প খুঁজে পাই। ভবিষ্যতে সুযোগ পেলে হয়তো আরও নাটক লেখার চেষ্টা করব।
এই নাটকে আরও অভিনয় করেছেন মনির খান শিমুল, আবির মির্জা প্রমুখ। ৮ মার্চ এটি আরটিভিতে প্রচারিত হবে।