পাইকারি বাজারে দাম বাড়ায় দ্বিগুণেরও বেশি ফুলের দাম
পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সোমবার বাজারে বেড়ে গেছে ফুলের চাহিদা, আর সেই চাহিদাকে পুঁজি করে পাইকারি বাজারে ফুলের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি।
খুচরা ক্রেতারা ফুল কিনতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে দাম শুনে।
সোমবার রাজধানীর আগারগাঁও পাইকারী ও খুচরা ফুলের মার্কেট ঘুরে দেখা যায়, অন্য বছরের তুলনায় ক্রেতাদের আনাগোনা অনেকটাই কম। আবার যারা ফুল কিনতে আসছে তারা ফুলের দাম শুনে থমকে যাচ্ছেন।
আগারগাঁও পাইকারি ফুলের বাজারের কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন টিবিএসকে জানান, অন্য বছরের তুলনায় এবছর দাম দ্বিগুণেরও বেশি।
"এখানে সব মিলে ১৫০ টির মতো দোকান রয়েছে। পাইকারী বাজারে অন্যান্য বছরে ২/৩ কোটি টাকার ফুল বিক্রি হয়। এবছর টার্গেট ৫ কোটি টাকা" বলেন তিনি।
আবুল খায়ের নামে এক ব্যক্তি ফুল কিনতে এসে ৮টি গোলাপ আর অন্য ফুল দিয়ে একটি বাকেটের দাম ২৫০০ টাকা শুনে আকাশ থেকে পড়েন!
তিনি টিবিএসকে বলেন, "গত বছরও এ সময়ে গোলাপ ৪০/৫০ টাকা করে কিনেছি কিন্তু এবছর দাম চাচ্ছে ১২০ টাকা করে"।
ফুল ক্রেতা নেসার আহমেদ দুলাল বলেন, অন্য বছর বেশি ফুল কিনতাম কিন্তু এবছর মাত্র ১ টি গেলাপ কিনেছি।
ফুল ক্রেতা লায়লা আক্তার টিবিএসকে বলেন, অন্য বছরের থেকে দাম একটু বেশিই এখনও বাজারে ফুল দেখতেছি পছন্দ হলে কিনবো।
মো. আলাউদ্দিন, ফ্লাওয়ার জোন দোকানের ফুল বিক্রেতা টিবিএসকে বলেন, অন্য বছরের থেকে এবছর দাম বেশি।
"অন্য বছর যেখানে গোলাপ প্রতিটি ৩/৪ টাকা দরে কেনা হতো সেখানে এবছর ১২/১৫ টাকায় কিনতে হয়েছে। লোকাল গোলাপ ৫০ টাকা এবং বিদেশিটা ১০০/৮০ টাকায় বিক্রি করতে হচ্ছে"।
"এই দিনে প্রতি বছর ৬০-৭০ টাকা পর্যন্ত বিক্রি হয়," উল্লেখ করে আলাউদ্দিন আরও বলেন, তিনি আশঙ্কা করছেন এ বছর বিক্রি আগের তুলনায় অর্ধেকও হবে না।
আরেক ফুল বিক্রেতা মো. সায়েম বলেন, এ বছর অন্যান্য বছরের তুলনায় ফুলের দাম বেড়েছে তিন গুণেরও বেশি।
"এবছর ৫০ হাজার টাকার ফুল কিনেছি। অন্য বছর এ টাকায় দ্বিগুণেরও বেশি ফুল কিনতে পারতাম," বলেন তিনি।