৭৫ বছর ধরে নিজেকে এঁকেছেন পিকাসো
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2020/03/03/pablo-picasso_1.jpg)
পাবলো পিকাসো। স্প্যানিশ চিত্রশিল্পী। আরও পরিচয়- ভাস্কর, প্রিন্টমেকার, সিরামিসিস্ট, স্টেজ ডিজাইনার, কবি ও নাট্যকার। এক কথায়, আধুনিক চিত্রশিল্পের সবচেয়ে প্রভাববিস্তারকারী শিল্পীদের অন্যতম।
বহুর্মুখী প্রতিভার অধিকারী এই শিল্পী পৃথিবীর বুকে আয়ু পেয়েছিলেন ৯১ বছর। হাজারও চিত্রকর্মের মধ্যে তার আত্মপ্রতিকৃতিগুলো আলাদা হয়ে আছে। এর মধ্যে প্রথম আঁকা আত্মপ্রতিকৃতিটি তার ১৫ বছর বয়সের। আর সর্বশেষটি আঁকার সময় ৯০ বছর বয়সে পৌঁছে গিয়েছিলেন তিনি।
পিকাসোর জন্ম ১৮৮১ সালের ২৫ অক্টোবর; স্পেনের মালাগায়। ১৯৭৩ সালের ৮ এপ্রিল ফ্রান্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
শিল্পসমালোচক ও বিশ্লেষকরা তার শুরুর দিকের শিল্পকর্মকে বেশ কয়েকটি সময়কালে ভাগ করেছেন। এর মধ্যে রয়েছে 'ব্লু পিরিয়ড' (১৯০১-১৯০৪), 'রোজ পিরিয়ড' (১৯০৪-১৯০৬), 'আফ্রিকান-ইনফ্লুয়েন্সড পিরিয়ড' (১৯০৭-১৯০৯), 'অ্যানালাইটিক কিউবিজম' (১৯০৯-১৯১২) ও 'সিনথেটিক কিউবিজম' বা 'ক্রিস্টাল পিরিয়ড' (১৯১২-১৯১৯)।
১৯১০-এর দশকের শেষভাগ ও ১৯২০-এর দশকের শুরুর ভাগের কাজগুলোতে নিওক্লাসিক্যাল স্টাইলের ছাপ রয়েছে। অন্যদিকে ১৯২০-এর দশকের মধ্যভাগের কাজে রয়েছে পরাবাস্তববাদের বৈশিষ্ট্য। জীবনের মধ্য ও শেষভাগের কাজগুলোতে প্রথম ভাগের কাজের স্টাইলও ঘুরে-ফিরে এসেছে।
শিল্প-জগতের এই কিংবদন্তির আত্মপ্রতিকৃতিতে চোখ রেখে, চলুন দেখা যাক তার বয়সের বিবর্তন:
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2020/03/03/1-15_years_old_1896.jpg)
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2020/03/03/2-18_years_old_1900.jpg)
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2020/03/03/3-20_years_old_1901.jpg)
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2020/03/03/4-24_years_old_1906.jpg)
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2020/03/03/5-25_years_old_1907.jpg)
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2020/03/03/6-35_years_old_1917.jpg)
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2020/03/03/7-56_years_old_1938.jpg)
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2020/03/03/8-83_years_old_1965.jpg)
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2020/03/03/9-85_years_old_1966.jpg)
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2020/03/03/10-89_years_old_1971.jpg)
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2020/03/03/11-90_years_old_june_28_1972.jpg)
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2020/03/03/12-90_years_old_june_30_1972.jpg)
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2020/03/03/13-90_years_old_july_2_1972.jpg)
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2020/03/03/14-90_years_old_july_3_1972.jpg)