‘আপনার কোনো সংশয় আছে?’- দলে জায়গার প্রসঙ্গে সাংবাদিককে মাহমুদউল্লাহর প্রশ্ন
ফর্মের কারণে অনেক ক্রিকেটারই দলে নিজের জায়গা নিয়ে শঙ্কায় থাকেন। সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্নের মুখোমুখিও হতে হয় ক্রিকেটারদের। এবার এমন অভিজ্ঞতা হলো খোদ বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অনুজ্জ্বল থাকা অভিজ্ঞ এই ক্রিকেটারকে প্রশ্ন করা হলো দলে জায়গা পাওয়া নিয়ে শঙ্কা আছে কিনা। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে অবশ্য মাহমুদউল্লাহই উল্টো প্রশ্ন ছুঁড়ে দিলেন সাংবাদিকের উদ্দেশ্যে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ঢাকায় ফিরে দুই দল টি-টোয়েস্টি সিরিজ খেলার অপেক্ষায়। ৩ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ-আফগানিস্তান। এর আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে টক, ঝাল, মিষ্টি অভিজ্ঞতা হলো মাহমুদউল্লাহর।
প্রথম টি-টোয়েন্টিতে অনভিষিক্ত মুনিম শাহরিয়ার, নাঈম শেখের একাদশে জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন করা হয় সাংবাদ সম্মেলনের শুরুতে। শেষ দিকে গিয়ে জায়গা পাওয়া নিয়ে মাহমুদউল্লাকে প্রশ্ন করা হয়, দলে জায়গা ধরে রাখা নিয়ে আপনি কোনো শঙ্কা বোধ করেন কিনা? প্রশ্নটা শুনেই হেসে দেন মাহমুদউল্লাহ। উল্টো প্রশ্নে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, 'প্রথমত আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনার কোনো সংশয় আছে আমার অবস্থান নিয়ে?'
এরপর মাহমুদউল্লাহ জানান এ নিয়ে কোনো ধরনের সংশয় নেই। ঠিক পথেই আছেন জানিয়ে তিনি বলেন, 'না, আলহামদুলিল্লাহ আমার কোনো সংশয় নেই। আমার মনে হয় যে আমি টিক পথেই আছি। সম্ভবত আমাকে কিছু ভালো বলে শট খেলতে হবে, আমি ঠিক রাস্তায় ফিরে আসব। হয়তো আমার কাছে দলের চাহিদা ওরকম থাকে। এই ওয়ানডে ম্যাচগুলোতে হয়তো আমি ওভাবে ডেলিভার করতে পারিনি, আমি চেষ্টা করব। আমার প্রতি দলের যে আশা, আমি চেষ্টা করব পূরণ করার।'
গত বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে ভালো সময় কেটেছিল মাহমুদউল্লাহর। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের ছায়া হয়ে ছিলেন তিনি। দলের ব্যর্থতার মিশনে ৮ ম্যাচে ১৬৯ রান করেন অভিজ্ঞ এই ক্রিকেটার। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ছন্দে ফেরা হয়নি তার। ৩ ম্যাচে করেছেন ৪৩, যদিও দুই ম্যাচে অপরাজিত ছিলেন তিনি।