সিরিজ নির্ধারণী ম্যাচে মিরাজ অধিনায়ক, নাহিদের অভিষেক
আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে সমতা আনে বাংলাদেশ। তৃতীয় ও শেষ ম্যাচটি তাই সিরিজ নির্ধারণী। সিরিজ জেতার লক্ষ্য নিয়েই আজ মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে বড় ধাক্কা হয়ে এসেছে নাজমুল হোসেন শান্তর চোট। আগের ম্যাচে কুঁচকির চোটে পড়া বাংলাদেশ অধিনায়কের খেলা হচ্ছে না। আজকের ম্যাচে বাংলাদেশের নেতৃত্বে মেহেদী হাসান মিরাজ।
ম্যাচে টস ভাগ্য পক্ষে এসেছে বাংলাদেশের। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন শান্তর অবর্তমানে নেতৃত্ব পাওয়া মিরাজ। ম্যাচটি দুবাইয়ের শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে। এই ম্যাচ দিয়ে জাতীয় দলে অধিনায়কত্বের অভিষেক হচ্ছে মিরাজের।
বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে। চোটে ছিটকে যাওয়া শান্তর জায়গায় সুযোগ পেয়েছেন জাকির হাসান। গত বছরের সেপ্টেম্বরের পর একাদশে জায়গা হলো বাঁহাতি এই ব্যাটসম্যানের। এই ফরম্যাটে একটি ম্যাচই খেলেছেন তিনি।
তাসকিন আহমেদ নেই আজকের একাদশে, তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। সুযোগ পেয়েছেন তরুণ গতি তারকা নাহিদ রানা। এই ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষেক হচ্ছে ডানহাতি এই পেসারের। ৫টি টেস্ট খেলা নাহিদ বাংলাদেশের ১৫০তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে যাত্রা শুরু করছেন। আফগানিস্তান একাদশে কোনো পরিবর্তন আনেনি।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, জাকির হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাসুম আহমেদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: সাদিকউল্লাহ অতল, রহমানউল্লাহ গুরবাজ (উইকেরক্ষক), রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, মোহাম্মদ গাজানফার, নাঙ্গেলিয়া খারোতে ও ফজলহক ফারুকি।