টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, মুনিম-ইয়াসিরের অভিষেক
ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে টি-টোয়েন্টি মিশন শুরু করছে বাংলাদেশ। বৃহস্পতিবার প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস ভাগ্য বাংলাদেশের পক্ষে এসেছে। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মাহমুদউল্লাহ। ম্যাচটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ৩টায় শুরু হবে।
চোটের কারণে এই ম্যাচে খেলা হচ্ছে না অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমের। অভিষেক হচ্ছে দীর্ঘদিন দলের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো ইয়াসির আলী রাব্বির। বিপিএল দিয়ে নজর কাড়া মুনিম শাহরিয়ারেরও অভিষেক হচ্ছে।
বাংলাদেশের ৭৪তম টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে অভিষেক হচ্ছে ইয়াসিরের, মুনিম ৭৫তম। ব্যর্থতার বৃত্তে বন্দি থাকলেও একাদশে সুযোগ হয়েছে নাঈম শেখের। আফগানিস্তান দলে অভিষেক হচ্ছে দারবিশ রসুলির।
বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, নাসুম আহমেদ, ইয়াসির আলী রাব্বি, মুনিম শাহরিয়ার, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদি হাসান, নাঈম শেখ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), হজরতউল্লাহ জাজাই, নাজিবুল্লাজ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব-উর-রহমান, করিম জানাত, ফজল হক ফারুকী, কাইস আহমেদ ও দারবিশ রসুলি।