কাজ চাইতে পারি না, তাই তেমন সুযোগ পাইনি বলিউডে: সুস্মিতা সেন
মিস ইউনিভার্স হওয়ার পরপরই বলিউডে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন সুস্মিতা সেন। বড়পর্দায় পা রেখেই রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন তিনি। এরপর নিজের পারফর্মেন্সের সুবাদে ধীরে ধীরে দর্শকদের পাশাপাশি ছবি সমালোচকদের প্রশংসাও যেমন কুড়িয়েছেন, তেমনই সম্মানিত হয়েছেন একাধিক ফিল্ম পুরস্কারে। তবে সাফল্য পেলেও একটা সময়ের পর নিয়মিত বড়পর্দায় দেখা যেত না তাকে।
২০১০ এর পর প্রায় ১০ বছর বড়পর্দা থেকে উধাও হয়ে গিয়েছিলেন সুস্মিতা। বছর খানেক আগে আবারও অভিনেত্রী হিসেবে পর্দায় ফিরেছেন তিনি। তবে বড়পর্দায় নয়, এবার তিনি হাজির হয়েছেন ওটিটি প্ল্যাটফর্মে। সম্প্রতি এক সাক্ষাৎকারে, বড়পর্দা থেকে এত লম্বা বিরতি নেওয়ার কারণ হিসেবে তিনি জানান, যে ধরনের ছবি, চরিত্রে তিনি অভিনয় করতে চাইছিলেন সেরকম প্রস্তাব আসছিল না তার কাছে। তাই অনেকটা বাধ্য হয়েই তিনি ওই সিদ্ধান্ত নিয়েছিলেন।
এই প্রসঙ্গে সুস্মিতা আরও বলেন, "অভিনয় থেকে যে ১০ বছরের বিরতি নিয়েছি, সেই সময়ে নিজের জীবনের লক্ষ্যগুলো আরও ভালোভাবে বুঝতে পেরেছি। নিজের কাছে আরও স্পষ্ট হয়েছিল ক্যারিয়ার ও জীবনে থেকে ঠিক কী কী আমি চাই এবং চাই না। বড়পর্দায় ভালো চরিত্রে প্রস্তাব পাওয়ার ক্ষেত্রে আমার বয়স অবশ্যই একটি ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তবে আরও একটি কথা এক্ষেত্রে রয়েছে; এটিও সমান গুরুত্বপূর্ণ।"
"কাজ পাওয়ার জন্য আসলে আমি ছোটাছুটি করতে পারি না। মানে মুখ ফুটে কারও কাছে কাজ চাওয়ার ব্যাপারে ঘোর অনিচ্ছা কাজ করে আমার। কীভাবে কাজ চাইতে হয়, সেই ব্যাপারটি আমার প্রায় অজানা। নিজে থেকে কাজ চাওয়ার ব্যাপারে আমি খুবই কাঁচা একজন মানুষ", বলেন সুস্মিতা।
- সূত্র: হিন্দুস্তান টাইমস