নেক্সাস টেলিভিশনে নারী উদ্যোক্তা মেলা শুরু
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে দেশের প্রথম নন-ফিকশন স্যাটেলাইট চ্যানেল নেক্সাস টেলিভিশনে শুরু হয়েছে দু'দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশানে নেক্সাস টেলিভিশন কার্যালয়ে এই মেলার উদ্বোধন করেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ।
মেলার উদ্বোধন ঘোষণা করে তিনি বলেন, 'উন্নয়ন শুধু অর্থনৈতিক কর্মকাণ্ড নয়। আমরা অনেক টাকা আয় করলাম, ব্যাংকে রাখলাম, গাড়ি কিনলাম, বাড়ি বানালাম—এগুলো উন্নয়ন নয়। উন্নয়ন হচ্ছে একটি সংস্কৃতি। আমরা কীভাবে চলাফেরা করি, কীভাবে কথা বলি, কীভাবে কাজ করি, কীভাবে সবাইকে সম্পৃক্ত করি এবং সবাইকে নিয়ে কীভাবে আমরা এগিয়ে যাই—সেগুলোই উন্নয়ন। সবাইকে সম্পৃক্ত করা না গেলে প্রকৃত উন্নয়ন হয় না। কাউকে পেছনে ফেলে টেকসই উন্নয়ন হয় না।' নারী উদ্যোক্তাদের নিয়ে এরকম একটি আয়োজন করায় নেক্সাস টেলিভিশনকে ধন্যবাদ জানান কাজী খলীকুজ্জমান আহমদ।
উদ্বোধনী অনুষ্ঠানে নেক্সাস টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানাউল্লাহ বলেন, 'করোনাকালে আমরা দেখেছি অনেক নারী, যারা সরাসরি অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন না, অর্থাৎ যারা কর্মজীবী নন, তাদের একটি বিরাট অংশ ছোট ছোট পরিসরে উদ্যোক্তা হয়েছেন। তারা অনলাইন প্লাটফর্ম কাজে লাগিয়ে নিজেদের উদ্যোগকে সফল করেছেন। এভাবে নারীরা পরিবার, সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে ভূমিকা রাখছেন।'
মোহাম্মদ সানাউল্লাহ জানান, নারী উদ্যোক্তাদের গণমাধ্যমে যুক্ত করা এবং তাদের পাশে থাকা ও উৎসাহ দিতেই এই মেলার আয়োজন। তবে এটিই শেষ নয়, বরং শুরু। শুধু ঢাকা নয়, সারা দেশেই নারী উদ্যোক্তাদের নিয়ে নেক্সাস টেলিভিশনের এরকম মেলার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে উদ্দীপনের এমিরেটাস চেয়ারম্যান শহীদ হোসেন তালুকদার বক্তব্য রাখেন।
মেলায় ৩৫ জন নারী উদ্যোক্তা দেশীয় পণ্য প্রদর্শন করছেন। সেইসাথে তাদের উদ্যোক্তা হয়ে ওঠা এবং সংগ্রাম ও চ্যালেঞ্জ নিয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করছেন।
৮ ও ৯ মার্চ বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা দর্শক ও ক্রেতাদের জন্য উন্মুক্ত।
নেক্সাস টেলিভিশনের আয়োজন এবং উদ্দীপন-এর সৌজন্যে এই মেলার সহযোগী ইউনিভার্সেল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিমিটেড ও লাইমস্টোন হজ গ্রুপ। মেলার অংশীদার সামাজিক প্লাটফর্ম উই, হার ই ট্রেড, উই ক্যান ও ব্রান্ড কার্ট।