বাংলাদেশে গাড়ি তৈরি করতে চায় কোরিয়া
ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য বাংলাদেশকে গুরুত্বপূর্ণ বলে মনে করে কোরিয়া। তাই বাংলাদেশে গাড়ি তৈরি করতে চায় দেশটি। রোববার এমনটিই জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং কিউন।
সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, "বিশ্বব্যাপী বাণিজ্য সম্প্রসারণের অংশ হিসেবে কোরিয়া বাংলাদেশে গাড়ি তৈরির পরিকল্পনা করছে।"
এদিকে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে একটি বাণিজ্য চুক্তি হওয়া প্রয়োজন যা দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগকে বর্ধিত করবে।
টিপু মুনশি বলেন, "বাংলাদেশ কোরিয়ায় রপ্তানি বাড়াতে চায় কারণ আমরা ইতিমধ্যে সেখানে তৈরি পোশাক রপ্তানি শুরু করেছি।"
লি জাং কিউন বলেন, বাংলাদেশ এখন দৃশ্যমান উন্নয়ন করছে এবং দেশটির সঙ্গে কোরিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। বেশ কিছু কোরিয়ান কোম্পানি বাংলাদেশে তৈরী পোশাক, ইলেকট্রনিক পণ্য এবং আরও কিছু খাতে জড়িত।
তিনি বলেন, "কোরিয়া বাংলাদেশকে বাণিজ্য ও বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করে।"
২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ কোরিয়ায় ৩৯৮.৬৬ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে, অন্যদিকে আমদানি করেছে ১১২৬.৬০ মিলিয়ন ডলারের পণ্য।