রাশিয়াকে ঠেকাতে ইউক্রেনে ৮০০ মিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহের ঘোষণা বাইডেনের
রাশিয়া-ইউক্রেনের চলমান দ্বন্দ্বে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সামরিক সরঞ্জাম দিয়ে সাহায্য করার ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
বিগত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় দেশটির শক্তিশালী প্রতিবেশী রাশিয়া। এরপর থেকে রাশিয়াকে প্রাণপণে ঠেকিয়ে রাখার চেষ্টা করে চলেছে ইউক্রেন।
যুদ্ধের সময় দেশের জন্য সাহায্য চাইতে বিভিন্ন দেশের কাছে আবেদন জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজেই। গতকাল মার্কিন কংগ্রেস সদস্যদের উদ্দেশে আবারও বক্তব্য রাখেন জেলেনস্কি। এরপরই ইউক্রেনের জন্য সাহায্যের ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বাইডেন এদিন ঘোষণা করেন, রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউক্রেনকে ৮০০ মিলিয়ন ডলার মূল্যের সামরিক সহায়তা দেওয়া হবে। নিরাপত্তা প্যাকেজে বিমান বিধ্বংসী ব্যবস্থাসহ প্রাণঘাতী অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন। পাশাপাশি ড্রোনও দেওয়া হবে ইউক্রেনকে।
হোয়াইট হাউসে মিডিয়াকে সম্বোধন করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইউক্রেনের জন্য নতুন সহায়তা প্যাকেজে ৮০০টি বিমান বিধ্বংসী ব্যবস্থা, ৯০০০টি অ্যান্টি আর্মার সিস্টেম, শটগান এবং গ্রেনেড লঞ্চারের মতো ৭০০০টি ছোট অস্ত্রের পাশাপাশি ড্রোনও সরবরাহ করা হবে।
আমেরিকার এই ঘোষণার পর এখন ধারণা করা হচ্ছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ হবে না।
এদিকে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা করতে আগামী সপ্তাহে ইউরোপ সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এ তথ্য জানিয়েছেন।
বাইডেন ২৪ মার্চ ব্রাসেলসে ন্যাটো এবং ইউরোপীয় নেতাদের সাথে বৈঠক করবেন। গত সপ্তাহে পোল্যান্ড ও রোমানিয়ার মতো পূর্ব ইউরোপীয় ন্যাটো দেশগুলোর সফরে গিয়েছিলেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। সেই সফরের পর বাইডেনের এই সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।