এক মিনিটে পড়ুন: গ্লাভস পরলে টাচস্ক্রিন কাজ করে না কেন?
কখনো কি ভেবেছেন,গ্লাভস পরলে ফোনের টাচস্ক্রিন কেন কাজ করেনা?
আমাদের ব্যবহৃত বেশিরভাগ টাচস্ক্রিন ডিভাইস ক্যাপাসিটিভ সেন্সিং ব্যবহার করে। এ প্রক্রিয়ায় দুটি কাচের স্তর ব্যবহার করা হয়। স্তরগুলোর ভেতরের পৃষ্ঠে ইন্ডিয়াম টিন অক্সাইড নামক স্বচ্ছ পরিবাহী উপাদানের স্ট্রাইপ দিয়ে প্রলেপ দেওয়া থাকে।
এক স্তরে স্ট্রাইপগুলো অনুভূমিকভাবে চলে এবং অন্যস্তরে লম্বভাবে চলে। প্রতিটি স্ট্রাইপের সংযোগস্থল বৈদ্যুতিকচার্জ সঞ্চয়কারী একটি ক্ষুদ্র ক্যাপাসিটর হিসাবে কাজ করে।
যখন আপনার আঙ্গুল ফোনের কাচ স্পর্শ করে, তখন তা বৈদ্যুতিক ফিল্ডকে প্রভাবিত করে, ফলে ক্যাপাসিটরগুলো সক্রিয় হয়ে ওঠে।
মানুষের দেহ বিদ্যুৎ পরিবাহী হওয়ার কারণেই মূলত এই পদ্ধতি কাজ করে। কিন্তু গ্লাভস পরলে সেটির মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহন সম্ভব হয়না, ফলে টাচস্ক্রিনও কাজ করে না।
তবে, আঙ্গুলের ডগায় বৈদ্যুতিক পরিবাহী সুতা বোনা কিছু বিশেষ গ্লাভস ব্যবহার করে টাচস্ক্রিনের কাজ করা সম্ভব।
- সূত্র: হাউ ইট ওয়ার্কস