মিয়ানমারে সিমেন্ট বাজার অস্থিতিশীল, বাংলাদেশ থেকে ৩ হাজার টন আমদানি
বাংলাদেশ থেকে ৩ হাজার টন সিমেন্ট আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে মিয়ানমার।
নারিনজারা নিউজের প্রতিবেদন বলছে, এ মাসের শুরুতে নায়পিতো নাসাকা কাউন্সিল অনুমোদন দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় সরকারের কাছে দেশটির স্টেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বাংলাদেশ থেকে সিমেন্ট আমদানির অনুমতি চাইলে এ সিদ্ধান্ত আসে।
স্টেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান টিন অং ও বলেন, "বাজার মূল্য স্থিতিশীল রাখতে আর ন্যায্য দামে বিক্রি করতে রাখাইন রাজ্য সরকারকে সিমেন্ট আমদানির অনুমতি দেওয়া হয়েছে।"
এর আগে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে সিমেন্ট ও সার বাণিজ্যে নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটি।
বর্তমানে, রাখাইন রাজ্যে এক ব্যাগ সিমেন্ট বিক্রি হয় ১২ হাজার থেকে ১৬,৫০০ কিয়াতে, গত বছরের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের আগে যা ৭-৮ কিয়াতে বিক্রি হতো। বাংলাদেশ থেকে আমদানি শুরু হলেই দেশটিতে সিমেন্টের দাম কমবে বলে আশা করা হচ্ছে।