এক মিনিটে পড়ুন: প্রথম চাবি আবিষ্কার করেন কে?
বিশ্বের সবচেয়ে প্রাচীনতম চাবির সন্ধান পাওয়া গেছে মিশরে।
তবে, প্রায় ৪ হাজার বছর আগে মিশরের সেই লক সিস্টেম ছিল ত্রুটিপূর্ণ। সেসময় যেকোনো চাবি দিয়েই যেকোনো তালা খোলা যেত।
এই সমস্যা সমাধানের জন্য রোমানরা ওয়ার্ডেড লক তৈরি করে। এর বেশিরভাগই ছিল লোহা বা ব্রোঞ্জ দিয়ে তৈরি।
চাবির খাঁজগুলোকে ওয়ার্ড বলা হয়। রোমানরা খাঁজগুলোকে এমনভাবে তৈরি করেছিল যাতে নির্দিষ্ট চাবি ছাড়া কোনো তালা খোলা না যায়।
তবে, সেই চাবিও তেমন সুবিধার ছিল না। অন্যান্য ধাতব বস্তু কেটে সহজেই তালা খুলে ফেলা যেত সেসময়।
অবশেষে, ১৮০০ শতকে আমেরিকান লিনাস ইয়েল এবং তার ছেলে স্প্রিং-চালিত পিন-টাম্বলার লক তৈরি করেন। এ ধরনের লকই বর্তমানে ব্যবহার করি আমরা।
- সূত্র: হাউ ইট ওয়ার্কস