এক মিনিটে পড়ুন: মহাকাশ আগ্নেয়গিরি কী?
আগ্নেয়গিরি যে কেবল পৃথিবীতেই রয়েছে তা কিন্তু নয়; অন্যান্য মহাজাগতিক বস্তুতেও এর দেখা মেলে।
পর্বতের ফাটল থেকে ফুটন্ত লাভা বেরিয়ে আসা আগ্নেয়গিরি আমরা কে না চিনি!
কিন্তু, আগ্নেয়গিরি যে কেবল পৃথিবীতেই রয়েছে তা কিন্তু নয়; অন্যান্য মহাজাগতিক বস্তুতেও এর দেখা মেলে।
শুক্র এবং মঙ্গল গ্রহের পাশাপাশি বৃহস্পতির আইও নামক চাঁদেও পৃথিবীর মতো উত্তপ্ত গলিত শিলা নির্গত হয়।
অন্যদিকে, শনিকে প্রদক্ষিণ করা এনসিলাডাস এবং টাইটানের মতো শীতল চাঁদে ঠান্ডা শিলা নির্গত হয়। এগুলোকে 'ক্রাইয়োভলকানো' বা বরফের আগ্নেয়গিরি বলা হয়ে থাকে।
স্বাভাবিকভাবেই, শীতল এসব আগ্নেয়গিরি উত্তপ্ত গরম আগ্নেয়গিরির চেয়ে আলাদাভাবে কাজ করে।
- সূত্র: হাউ ইট ওয়ার্কস