ওয়ানডে র্যাঙ্কিংয়ে আফিফের বড় লাফ
ত্রাতা হয়ে দেখা দিয়েছিলেন আফিফ হোসেন ধ্রুব। ৩৪ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন মাঝ দরিয়ায়, তখন মাঝি হয়ে হাল ধরেন বাঁহাতি এই ব্যাটসম্যান। মেহেদী হাসান মিরাজের সঙ্গে ১১৫ রানের জুটি গড়ার পথে তুলে নেন মহাকার্যকর এক হাফ সেঞ্চুরি। তার দারুণ ইনিংসটির প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে। আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
গত সপ্তাহে অনুষ্ঠিত বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ওয়ানডে, অস্ট্রেলিয়া-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট ও ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টের পারফরম্যান্স বিবেচনায় র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ করেছে আইসিসি, যা বুধবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
এই প্রথম ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে একশ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন আফিফ। ২৩ ধাপ এগিয়ে ৮১ নম্বরে উঠেছেন বাংলাদেশের তরুণ এই ব্যাটসম্যান।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে সেভাবে অবদান রাখা হয়নি আফিফের। সেই ম্যাচে শেষ দিকে ব্যাটিংয়ে নেমে ১৩ বলে ১৭ রান করেন তিনি। দ্বিতীয় ওয়ানডেতে কঠিন সময়ে কাণ্ডারির ভূমিকায় থেকে দলের স্কোরকার্ডে ১৯৪ রানের মতো পূঁজি যোগ করেন আফিফ। ১০৯ বলে ৯টি চারে সর্বোচ্চ ৭২ রানের ইনিংস খেলেন তিনি।
সেঞ্চুরিয়নে ৩৮ রানে জেতা প্রথম ওয়ানডেতে ৫০ রান করা লিটন কুমার দাসের উন্নতি হয়েছে এক ধাপ। ৩১ নম্বরে আছেন ডানহাতি এই ওপেনার। অবনতি হয়েছে তিন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও সাকিব আল হাসানের। তিন ধাপ নিচে নেমে গেছেন মুশফিক, এক ধাপ করে অবনতি হয়েছে সাকিব ও তামিমের।
দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের মধ্যে কুইন্টন ডি কক এগিয়েছেন এক ধাপ। প্রথম ওয়ানডেতে দলের বাইরে থাকা উইকেটরক্ষক এই ব্যাটসম্যান দ্বিতীয় ম্যাচে দলে ফিরে খেলেন ৪১ বলে ৬২ রানের ইনিংস। তাতে ক্যারিয়ার সেরা তিন নম্বরে উঠেছেন প্রোটিয়া এই ওপেনার।
প্রথম ওয়ানডেতে বাংলাদেশের জয়ে বড় অবদান ছিল তাসকিন আহমেদের। দুর্দান্ত বোলিংয়ে ৩৬ রান খরচায় ৩ উইকেট নেন ডানহাতি এই পেসার। এই পারফরম্যান্সে র্যাঙ্কিংয়ে ১২ ধাপ উন্নতি হয়েছে তার। ৪৮তম স্থানে আছেন তাসকিন। ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ের সেরা দশে একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন মিরাজ। ডানহাতি এই স্পিনার আছেন ৭ নম্বরে। এক ধাপ করে নিচে নেমে গেছেন মুস্তাফিজুর রহমান ও সাকিব। প্যাট কামিন্সের সঙ্গে যৌথভাবে ১২ নম্বরে সাকিব, মুস্তাফিজ আছেন ১৭ নম্বরে।