নিউজিল্যান্ড সফরেও অধিনায়ক শান্ত, ডাক পেলেন সৌম্য-আফিফরা
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। দুই ম্যাচের এই টেস্ট সিরিজ শেষে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নিউজিল্যান্ড যাবে তারা। সফরে কিউইদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এই দিই সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্টের মতো বাকি দুই ফরম্যাটেও অধিনায়কত্ব দেওয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকে। সহ-অধিনায়ক করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে।
আঙুলের চোটের কারণে টেস্ট সিরিজ খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। সফরেও যাওয়া হবে না অভিজ্ঞ এই অলরাউন্ডারের। তার অবর্তমানে শান্তর ওপর ভরসা রাখছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। নিউজিল্যান্ড সফরে যাবেন না অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালও। এ ছাড়া চোটের কারণে সফরে যাওয়া হবে পেসার তাসকিন আহমেদের।
বিশ্বকাপ দলে ডাক পাওয়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত সৌম্য সরকারকে নেওয়া হয়নি স্কোয়াডে। বাঁহাতি এই ব্যাটসম্যানকে নিউজিল্যান্ড সফরের দুই ফরম্যাটেই ডাকা হয়েছে। প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহের চাওয়াতে দলে জায়গা হয়েছে তার। ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। ওয়ানডে দলে নেওয়া হয়েছে ডানহাতি ওপেনার এনামুল হক বিজয়কে। পিতৃকালীন ছুটি শেষে এই সফর দিয়ে দলে ফিরবেন লিটন কুমার দাস।
প্রথমবারের মতো বাংলাদেশ দলে ডাক পেয়েছেন যুব বিশ্বকাপজয়ী দলে সদস্য বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান, দুই ফরম্যাটের স্কোয়াডেই আছেন তিনি। লেগ স্পিনার রিশাদ হোসেনও দুই ফরম্যাটের দলেই আছেন। মুস্তাফিজুর রহমানের সঙ্গে পেসার হিসেবে ডাক পেয়েছেন হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও তরুণ তানজিম হাসান সাকিব। ওপেনার রনি তালুকদার ও বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকে নেওয়া হয়েছে টি-টোয়েন্টি দলে।
ওভালে ১৭ ডিসেম্বর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। পরের দুটি ম্যাচ ২০, ২৩ ডিসেম্বর নেলসন ও নেপিয়ারে অনুষ্ঠিত হবে। তিনদিন পর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচটি ২৭ ডিসেম্বর নেপিয়ারে হবে। পরের দুই টি-টোয়েন্টি মাউন্ট মঙ্গানুইতে ২৯ ও ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
ওয়ানডে স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিদ হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও রকিবুল হাসান।
টি-টোয়েন্টি স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), শেখ মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম ও তানজিম হাসান সাকিব।