জাতীয় পরিষদ থেকে একযোগে পদত্যাগ ইমরানের দল পিটিআই'র
নতুন প্রধানমন্ত্রী নির্বাচন বয়কট করে জাতীয় পরিষদ থেকে একযোগে পদত্যাগ করেছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
আজ সোমবার পিটিআই'র সংসদীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানানো হয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য নিউজ ও ডনের প্রতিবেদনে।
ইমরান খান বলেছিলেন, "আমরা কোনো অবস্থাতেই এ সংসদে বসবো না। আপনারা কেউ পদত্যাগ না করলে আমিই প্রথমে পদত্যাগ করবো"।
দলের কেন্দ্রীয় তথ্য সচিব ফারুখ হাবিব এ সিদ্ধান্তের বিষয়ে লিখেছেন, "আমদানি করা সরকারের বিরুদ্ধে পদত্যাগ করার সিদ্ধান্ত হয়েছে"।
পিটিআই'র প্রথম সদস্য হিসেবে পদত্যাগ করেছেন মিরাদ সাঈদ। এক টুইটে নিজের পদত্যাগের কথা জানিয়ে লিখেছেন, এরপরও জাতীয় পরিষদে থাকার অর্থ ওই ষড়যন্ত্রের অংশ হওয়া।
সাইদ মুরাদ ছাড়াও আলী আমিন খান, শিরিন মাজারি, হাম্মাদ আজহার ও শাফকাত মাহমুদ নিজেদের পদত্যাগ পত্রের ছবি টুইটারে শেয়ার করেছেন।
ফলে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজের বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।
পিটিআই তাদের প্রধানমন্ত্রী প্রার্থী করেছিল সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে। সোমবার তিনিই প্রথম পিটিআই আইনপ্রণেতাদের জাতীয় পরিষদ থেকে একযোগে পদত্যাগের কথাও জানান।
অনাস্থা ভোটে হেরে ইমরান খান প্রধানমন্ত্রীত্ব হারানোর পর নাটকীয় এ পরিবর্তনের পথে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহৎ রাষ্ট্রটি।