'কারও যদি ছুটির প্রয়োজন হয়, সেটা কোহলির'
ব্যাট হাতে একেবারেই ছন্দে নেই। নিজেকে যে অবিশ্বাস্য পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, সেখানে ফেরা হচ্ছে না। এমন অবস্থায় কোহলিকে সাময়িক বিরতি নেওয়ার পরামর্শ দিলেন ভারতীয় দলের সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রী।
মঙ্গলবার আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে প্রথম বলেই আউট হন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের 'নাম্বার থ্রি' কোহলি। আইপিএলের সরকারি সম্প্রচারকারী সংস্থাকে রবি শাস্ত্রী বলেন, 'কারও যদি ছুটির প্রয়োজন হয়, তাহলে কোহলির। ওর মধ্যে এখনও পাঁচ থেকে ছয় বছরের ক্রিকেট পড়ে আছে। মানসিকভাবে বিষণ্ণ হয়ে আপনি সেটা হারিয়ে ফেলতে চাইবেন না।' শাস্ত্রী জানান, একটা বড় ইনিংস খেললেই ছন্দে ফিরে আসবেন কোহলি। তারপর আর পেছন ফিরে তাকাতে হবে না তাকে।
'গোল্ডেন ডাক' কোহলি
লক্ষ্ণৌর বিপক্ষে প্রথম বলেই আউট হন কোহলি। বলটা যে 'আনপ্লেয়েবল' ছিল, তা নয়। তবে বল নিচে রাখতে না পারার খেসারত দিতে হয় ব্যাঙ্গালোরের সাবেক অধিনায়ককে। অফ স্টাম্পের বাইরে শর্ট লেংন্থের বল ছিল। শরীর থেকে দূরে খেলেন কোহলি, বল নীচে রাখতে পারেননি। ব্যাকওয়ার্ড পয়েন্টে সহজ ক্যাচ ধরেন দীপক হুদা।
মঙ্গলবার আউট হওয়ার পরই 'সেঞ্চুরি' হয় কোহলির। তবে এই সেঞ্চুরি কোহলির মতো খেলোয়াড়ের অস্বস্তিকিই। কী সেই 'সেঞ্চুরি'? সব ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেটে মিলিয়ে ১০০ ম্যাচ আগে নিজের শেষ সেঞ্চুরি করেন কোহলি। শেষ সেঞ্চুরির পর ১৭টি টেস্ট, ২১টি ওয়ানডে ও ২৫টি টি-টোয়েন্টি ম্যাচ এবং ৩৭টি আইপিএল ম্যাচ খেলে ফেলেছেন তিনি। ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে কলকাতায় শেষ সেঞ্চুরি করেন কোহলি। সেদিন ১৩৬ রানের ইনিংস খেলেন তিনি।
এবার আইপিএলে কত রান করেছেন কোহলি?
এবারের আইপিএলে একেবারে ছন্দে নেই কোহলি। সাত ম্যাচে ১৯.৮৩ গড়ে ১১৯ রান করেছেন তিনি, সর্বোচ্চ করেছেন ৪৮ রান।