সেন্টমার্টিনে ধরা পড়া ১৫০ কেজির বোল পোয়া বিক্রি হলো ১ লাখ ৯০ হাজার টাকায়
কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে ১৫০ কেজি ওজনের একটি বোল পোয়া মাছ ধরা পড়েছে। যা টেকনাফে নিয়ে হাতবদল করে বিক্রি করা হয়েছে ১ লাখ ২০ হাজার টাকায়।
শনিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে ডেইলপাড়া পয়েন্টে মাছটি ধরা পড়ে বলে জানিয়েছেন সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান।
তিনি জানান, আবদুর রশিদ নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে। গত কয়েক বছরের মধ্যে এত বড় মাছ দ্বীপে ধরা পড়েনি।
সেন্ট মার্টিন দ্বীপের ডেইলপাড়ার জেলে আব্দুর রশিদ নিজের টানা জালে বোল পোয়া মাছটি ধরেন।
আবদুর রশিদের কাছ থেকে মাছটি সেন্টমার্টিনের ব্যবসায়ী ইসমাইল ১ লাখ ২০ টাকায় মাছটি কিনে নেন। রশিদ দাম চেয়েছিলেন ১ লাখ ৪০ হাজার টাকা।
আবদুর রশিদ জানান, 'সকালে সেন্ট মার্টিনের প্রাসাদ প্যারাডাইস পয়েন্টে টানা জাল দিয়ে মাছ শিকার করছিলাম। প্রথমদিকে কয়েক দফা চেষ্টা করেও একটি মাছও ধরা যায়নি। কিন্তু বাড়ি ফেরার আগমুহূর্তে শেষ প্রচেষ্টায় বিশাল ওজনের মাছটি ধরা পড়ে।'
ব্যবসায়ী ইসমাইল জানান, টেকনাফ নিয়ে যাওয়ার পর মাছটি তিনি এক লাখ ৯০ হাজার টাকায় বিক্রি করেছেন।