করোনায় ইতালিতে সব খেলা বন্ধ
করোনার থাবায় পর্যুদস্ত হয়ে পড়েছে ইতালি। প্রতিনিয়ত বাড়ছে মৃতের সংখ্যা। প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তে এক বিশেষ ঘোষণায় দেশজুড়ে জনসমাগম বাতিল করেছেন। ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রায় সবাইকে। এর ফলে দেশটির প্রায় ৬ কোটি নাগরিক 'কোয়ারেন্টাইন' প্রক্রিয়ার মধ্যে পড়েছেন।
এমন পরিস্থিতিতে অন্তত ৩ এপ্রিল পর্যন্ত সব ধরনের খেলাধূলাও স্থগিত করার ঘোষণা দিলেন দেশটির প্রধানমন্ত্রী।
ফুটবলপ্রিয় জাতি হিসেবে ইতালিয়ানরা বেশ সুখ্যাত। চারবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন তারা। দেশটির ঘরোয়া লীগ 'সিরি-আ'তে এককালে মাতিয়েছেন ম্যারাডোনা। এখন মাতাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদোর মতো খেলোয়াড়েরা। সাময়িক স্থগিতাদেশের ফলে থমকে গেল তাদের মাঠ কাঁপানো। এ সময়ের মধ্যে কোনো ইতালিয়ান ক্লাব কিংবা জাতীয় দল অংশ নেবে না ফুটবলসহ কোনো ধরনের খেলায়। খবর বিবিসির।
সিরিয়া-আ কর্তৃপক্ষ অবশ্য বেশ কিছুদিন ধরেই ফাঁকা স্টেডিয়ামে খেলা চালিয়ে যাচ্ছিল। তার মানে, মাঠে খেলা চললেও দর্শকদের জন্য স্টেডিয়ামের গেট ছিল বন্ধ। প্রধানমন্ত্রীর নতুন ঘোষণার পর লীগ কর্তৃপক্ষ আর একইভাবে শূন্যমাঠে খেলা চালাতে পারবে না বলে ধারণা করা হচ্ছে।
এর আগে, সোমবার সব স্পোর্টস ফেডারেশনের সঙ্গে বিশেষ সভা শেষে সব ধরনের খেলা স্থগিত ঘোষণা দিয়েছিল ইতালির অলিম্পিক কমিটি।
ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে ইতালিতেই করোনা ভাইরাস সবচেয়ে মারাত্মক থাবা বসিয়েছে। এ পর্যন্ত দেশটির ৯ হাজারেরও বেশি নাগরিক প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন অন্তত সাড়ে ৪০০ জন।