জোর করেই মুস্তাফিজকে টেস্ট খেলাবে বিসিবি!
টেস্টের প্রতি মুস্তাফিজুর রহমানের অনাগ্রহের ব্যাপারটি সবারই জানা। কিছুদিন আগেও এক সাক্ষাৎকারে টেস্ট খেলার ব্যাপারে অনাগ্রহের কথা জানান তিনি। যে কারণে টেস্ট চুক্তিতে স্বাক্ষর করেননি বাঁহাতি এই পেসার। কিন্তু নিজের ভাবনা পরিষ্কারভাবে জানানোর পরও তাকে নিয়ে টানাহেঁচড়া চলছে। আর এবার তো জোর করেই তাকে টেস্ট খেলাতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অবাক শোনালেও এমনই হতে পারে। দিল্লি ক্যাপিটালসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ভারতে অবস্থান করা মুস্তাফিজকে ইতোমধ্যে বার্তাও পাঠিয়ে দিয়েছে বিসিবি। মুস্তাফিজ জানিয়েছেন, এই মুহূর্তে তিনি টেস্ট খেলতে চান না। এরপরও তাকে নিয়েই ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট দল সাজানোর পরিকল্পনা বিসিবির। মুস্তাফিজকে জানিয়ে দেওয়া হয়েছে, তাকে খেলতে হবে।
এসব জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি বলেন, 'মুস্তাফিজকে নিয়ে তো সভাপতি কাল বলেছেন। এটা ইতোমধ্যে পরিষ্কার যে আমরা চাচ্ছি সে টেস্ট খেলুক, অন্তত ওয়েস্ট ইন্ডিজে। আমরা তাকে পরিষ্কারভাবে জানিয়েছি যে, তোমাকে আমরা চাই। দেখা যাক কী বলে। কালকের মধ্যে এটা পরিষ্কার হয়ে যাবে। কাল ওয়েস্ট ইন্ডিজের দল দিয়ে দেবে নির্বাচকরা।'
চাইলেই টেস্ট থেকে নিজেকে আর দূরে সরিয়ে রাখতে পারছেন না মুস্তাফিজ, সেটা জালাল ইউনুসের কথায় পরিষ্কার। টেস্ট খেলা না খেলা কি পুরোটাই মুস্তাফিজের ওপর নির্ভর করছে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'না না, আমরা বলেছি মুস্তাফিজকে খেলতে। মুস্তাফিজ তো চাচ্ছিল না খেলতে। আমরা বলেছি খেলতে হবে, কারণ আমাদের সামনের সারির দুজন বোলার নেই। গুরুত্বপূর্ণ দুজন বোলার তারা। আমরা মনে করি মুস্তাফিজের সার্ভিস এখানে খুব গুরুত্বপূর্ণ। তার সমর্থন খুব গুরুত্বপূর্ণ। আমরা তাকে জানিয়েছি, সে নির্বাচকদের সঙ্গে যোগাযোগ করেছে। কাল দল দিলে বুঝতে পারবেন।'
আইপিএল খেলতে দীর্ঘদিন ধরে জৈব সুরক্ষা বলয়ে আছেন মুস্তাফিজ। এ কারণেই এই মুহূর্তে টেস্ট না খেলার পরিকল্পনা তার। কিন্তু এতে থোড়াই কেয়ার বিসিবির। জালাল ইউনুস বলেন, 'তার যুক্তি হল সে বাইরে (আইপিএলে) আছে দুই মাস ধরে। বলছে তার লম্বা একটা সময় চলে যাচ্ছে। এখানে সময় নিয়ে নিচ্ছে বেশি। ফিজিক্যালি সে হয়তো বলতে পারে ফিট না। যাই হোক, আমরা বলেছি তুমি আসো, দেখা যাক কী করা যায়। মনে হচ্ছে যে ও খেলতেও পারে।'
অন্যান্য ক্রিকেটারদের চেয়ে পেসাররা বেশি ইনজুরিতে পড়েন। এটা মাথায় রেখেই মুস্তাফিজকে বিকল্প হিসেবে পরিকল্পনায় রাখতে চায় বিসিবি। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান বলেন, 'মুস্তাফিজের কাছে যখন ফরম্যাট সম্পর্কে জানতে চেয়েচিলাম, সে দুটি ফরম্যাটের কথা বলেছে। টেস্টের ক্ষেত্রে বলেছে, বায়ো বাবল না থাকলে সে অ্যাভেইলেবল।'
'ফাস্ট বোলাররা ইনজুরিপ্রবণ থাকে, আমরা চাইবো এখানে রোটেট করে খেলানোর। সেসব বিবেচনা করেই আমরা বলতে চাচ্ছি না লং রানে গিয়ে সব টেস্টেই তাকে খেলতে হবে। যখনা আমরা তাকে রোটেড করে খেলাবো, তখন তাকে খেলাবো। সে বলেছে আমি লম্বা একটা সিজন বাইরে আছি। তাই হয়তো একটু সময় লাগবে। খুব যে ক্লান্ত এমনও না, সে জায়গায় তার একটা বিশ্রাম তো আছেই।' যোগ করেন তিনি।