বাংলাদেশে মৃত্যুদণ্ড কার্যকর করার হার বেড়েছে ৬০ শতাংশ: অ্যামনেস্টি
২০২০ সালের তুলনায় ২০২১ সালে বাংলাদেশে মৃত্যুদণ্ড কার্যকর করার হার ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
মঙ্গলবার (২৪ মে) প্রকাশিত ডেথ সেন্টেন্সেস অ্যান্ড এক্সিকিউশন ২০২১ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মানবাধিকারবিষয়ক আন্তর্জাতিক এ সংস্থাটি। বিশ্বব্যাপী মৃত্যুদণ্ড কার্যকরের হার বেড়েছে প্রায় ২০ শতাংশ।
'কোভিড-১৯ মহামারির কারণে আরোপ করা বিভিন্ন নিষেধাজ্ঞা পুরোপুরিভাবে ও আংশিকভাবে তুলে ফেলা ও বিকল্প প্রক্রিয়া প্রতিষ্ঠিত করার পর, ২০২০ সালের তুলনায় বিশ্বের বেশ কয়েকটি দেশে উল্লেখযোগ্যভাবে মৃত্যুদণ্ডের হার বেড়ে গেছে। এসব দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, ও পাকিস্তান,' এমনটাই জানানো হয় প্রতিবেদনটিতে।
বাংলাদেশে ২০২১ সালে কমপক্ষে পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে ২০২১ সালে একই সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর করেছে বতসোয়ানা।
এছাড়া ২০২১ সালে বাংলাদেশের আদালতগুলোতে ১৮১টির বেশি মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। ২০২০ সালে এ সংখ্যা ছিল ১১৩।
২০২১ সালের শেষদিক পর্যন্ত বিশ্বব্যাপী কমপক্ষে ২৮,৬৭০ জন মানুষ মৃত্যুদণ্ডের রায় পেয়েছেন। এগুলোর মধ্যে কেবল নয়টি দেশেই মোট মৃত্যুদণ্ডের ৮২ শতাংশ দেওয়া হয়েছে।
বাংলাদেশে এ সংখ্যা ১৮০০-এর বেশি বলে জানিয়েছে অ্যামনেস্টি।