মন্ত্রিসভায় ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন
২০২২-২৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন করেছে মন্ত্রিসভা।
আজ (৯ জুন) সংসদের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের কারণে সৃষ্ট মূল্যস্ফীতি থেকে প্রান্তিক জনগণকে রক্ষা করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দুপুরে সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
২০২১-২২ অর্থবছরের মূল বাজেটের চেয়ে এবারের প্রস্তাবিত বাজেটের আকার বেড়েছে ৭৪ হাজার ৩৮৩ কোটি টাকা।
২০২১-২২ অর্থবছরের বাজেট ছিল ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা।