পাকিস্তানে রেস্টুরেন্টের প্রচারে ‘গাঙ্গুবাই’, ইশারায় ডাক পুরুষদের! বিতর্কের ঝড়
প্রচারের জন্য আলিয়া ভাটের 'গাঙ্গুবাই কাঠিয়াওয়ারি'র একটি দৃশ্য ব্যবহার করে বিতর্কে জড়িয়েছে পাকিস্তানের একটি রেস্টুরেন্ট।
সঞ্জয় লীলা বনশালি পরিচালিত এই চলচ্চিত্রে কামাঠিপুরার এক যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করেছেন আলিয়া। সেই ছবিরই একটি দৃশ্য ইনস্টাগ্রামে ব্যবহার করে নিজেদের প্রচার চালাচ্ছে করাচির 'সুইং' নামের রেস্টুরেন্টটি। দৃশ্যটি ছিল এমন- রোজগারের তাগিদে পুরুষদের হাতের ইশারায় ডাকছে গাঙ্গু।
করাচির এই নামকরা রেস্টুরেন্টে প্রতি সোমবার পুরুষদের জন্য দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। মূলত নিজেদের নতুন উদ্যোগের দিকে দৃষ্টি আকর্ষণ করতেই আলিয়া অভিনীত জনপ্রিয় চলচ্চিত্রের সাহায্য নিয়েছে তারা।
তবে অনলাইনে পোস্টটি ছড়িয়ে পড়তেই 'কুরুচিকর' প্রচারণার জন্য রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে তুলোধুনো করেছেন নেটিজেনরা। অনেকেই পুরো বিষয়টির মধ্যে নারীবিদ্বেষ খুঁজে পেয়েছেন। একজন লিখেছেন, 'আপনারা কী পোস্ট করছেন, সেটা একবার ভেবে দেখা উচিত। এরকম একটি যন্ত্রণাদায়ক দৃশ্যকে নিজেদের লাভের জন্য ব্যবহার করা অশিক্ষা ছাড়া আর কিছুই না।'
ক্ষোভ উগরে দিয়ে আরও একজন লিখেছেন, 'এক যৌনকর্মীর জীবন নিয়ে তৈরি ছবির দৃশ্য ব্যবহার করছেন! প্রচারের জন্য কতটা নিচে নামতে পারেন, তা বোঝা যাচ্ছে'।
এরকম অসংখ্য মন্তব্যে ভরে যায় প্রচারণামূলক সেই পোস্টের কমেন্ট বক্স। এর পরেই সেই রেস্টুরেন্টের পক্ষ থেকে ক্ষমা চেয়ে একটি বিবৃতি দেওয়া হয়। জানানো হয়, কারো অনুভূতিতে আঘাত করতে সেই পোস্টটি দেওয়া হয়নি। বরং সবাইকেই রেস্টুরেন্টে সমান যত্ন সহকারে আপ্যায়ন করা হবে।