জীবনে টাংরি কাবাব নয়, আলিয়ার মতো 'ডাল-ভাত'ই সেরা: রণবীর কাপুর
বলিউডের অন্যতম পাওয়ার কাপল রণবীর কাপুর এবং আলিয়া ভাট। বর্তমানে লন্ডনে নিজের প্রথম হলিউড চলচ্চিত্র 'দ্য হার্ট অফ স্টোন'-এর শ্যুটিংয়ে ব্যস্ত আলিয়া। অন্যদিকে, সম্প্রতিই মুক্তি পেয়েছে রণবীর কাপুরের আসন্ন সিনেমা 'শমশেরা'-র ট্রেলার।
আলিয়ার বিয়ের পর প্রায় দুই মাস কেটে গিয়েছে। অভিনেত্রী নীতু কাপুর ছেলে রণবীরের বিয়ে এবং পুত্রবধূ আলিয়াকে নিয়ে একাধিকবার কথা বলেছেন। কিন্তু নিজের বিয়ে নিয়ে এতদিন কোনো মন্তব্য করেননি রণবীর। গেল শুক্রবার মুম্বাইয়ে 'শমশেরা'র ট্রেলার লঞ্চে এসে স্ত্রী আলিয়াকে নিয়ে মুখ খুলেছেন রণবীর।
মাত্র ৪৫ দিনের ব্যবধানে মুক্তি পাচ্ছে রণবীরের দুটি বড় চলচ্চিত্র। এ বিষয়ে কথা বলতে গিয়ে রণবীর বলেন, 'মাত্র ৪৫ দিনের ব্যবধানে আমার দুটি সিনেমা 'শমশেরা' ও 'ব্রহ্মাস্ত্র' মুক্তি পাচ্ছে। এটা আমার জন্য ভাগ্যের বিষয় নাকি দুর্ভাগ্যের বিষয় সেইটা আমি জানি না।'
অভিনেতা বলেন, 'সিনেমা মুক্তি ছাড়াও এটা আমার জন্য একটি বড় বছর, কারণ আমি বিয়ে করেছি। আমি সবসময় বলতাম ডাল ভাত নয়, জীবনে টাংরি কাবাব দরকার। তবে অভিজ্ঞতায় বলতে পারি ডাল-ভাত ছাড়া আর কিছুই ভালো নয়। আলিয়া আমার জন্য ডাল-ভাত-তরকা, সঙ্গে আচার, ও-ই সবকিছু। ওর থেকে ভালো সঙ্গী কেউ হতে পারবে না আমার জীবনে।''
রণবীর বলেছিলেন, আলিয়াও তার ছবিটি নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত। তবে স্বামী রণবীরের মুখে নিজের প্রশংসা শুনে আলিয়া যে খুশি হবেন, তা বলাই যায়।