বরিশালে বাস কাউন্টারগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড়
পদ্মা সেতু দিয়ে ঢাকা-বরিশাল রুটে প্রথমদিনে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে বরিশালের নাথুল্লাবাদ বাস টার্মিনালে।
টিকিটের জন্য এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে ধরনা দিচ্ছেন যাত্রীরা।
আজ ভোরেই সব বাস কোম্পানির বাস চলাচল শুরু হয়, তখন থেকেই বাসস্ট্যান্ডে যাত্রীদের আনাগোনা শুরু হয়।
"আজ সকাল থেকে ২০টির বেশি বাস ছেড়ে গেছে", বলেন সাকুরা পরিবহনের ম্যানেজার।
বরিশালে বিআরটিসি'র বাস ডিপোর ম্যানেজার জাহাঙ্গীর জানান, সকাল থেকে ১৪টি বাস ছেড়ে গেছে।
বাসস্ট্যান্ডে অপেক্ষারত এক যাত্রী শাকন বলেন, "আমি সকাল থেকে টিকিট খুঁজছি, এখনো পাইনি"।
বাসস্ট্যান্ডে দুই পাশেই বাসের দীর্ঘ লাইন দেখা গেছে।
বরিশাল থেকে ঢাকার পথে ইতোমধ্যে দুইশো'র মতো বাস ছেড়ে গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১০টি বাস কোম্পানির বাস ও একটি মাইক্রোবাস কোম্পানির গাড়িতে চেপে সকাল থেকে ১০-১৫ হাজারের মতো যাত্রী ঢাকার উদ্দেশ্যে বরিশাল ছেড়েছে।
"এত যাত্রী হবে আমরা বুঝতে পারিনি, গতকালও আজকের মতো টিকিটের চাহিদা ছিল না", বলেন আনিসুর রহমান।
এই রুটে স্থানীয় বাস কোম্পানির বাস চলাচলও শুরু হয়েছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোনিয়া আক্তার বলেন, "আজ যান চলাচলের প্রথম দিন। প্রথম দিন পদ্মা সেতু পারাপারকারী যাত্রী হওয়ার সুযোগ ছাড়তে চাইনি"।
আজ শুধু পদ্মা সেতু পার হতেই একইদিনে ঢাকা গিয়ে আবার ফিরে আসবেন বলে জানান তিনি।
তার মতোই শত শত তরুণ বিভিন্ন পরিবহনের বাসে করে পদ্মা সেতু পার হতে ভিড় জমিয়েছেন।
"ফেরির জন্য অপেক্ষা না করেই ঢাকা যেতে পারা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। সেতু পার হওয়ার সময়ও আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল পদ্মা সেতু দিয়ে ঢাকা যাব। আজ স্বপ্ন সত্যি হলো", বলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী মৌসুমী আক্তার।
এই রুটে যোগাযোগ স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এনামুল হক।
"টোল প্লাজা ও অন্যান্য জায়গায় যানজটে পড়েছি আমরা", বলেন সাকুরা পরিবহনের বাস চালক মামুন।
ঈদ ছাড়া অন্য সময় এমন ভিড় দেখা যায়না, তাই এই রুটে আরও বাস দরকার হতে পারে, বলেন তিনি।
সকাল থেকে সেতু পারাপার হচ্ছে অসংখ্য বাইকও।
"দেশের সবচেয়ে বড় সেতুতে বাইকে চড়ার অভিজ্ঞতা অসাধারণ হবে। আমি যাত্রাবাড়ি থেকে তিন ঘণ্টায় এখানে পৌঁছেছি", বলেন ঢাকা থেকে আগত যাত্রী সজল।
ঢাকা যাওয়ার টিকিট যোগাড় করতে প্রায় দুই শতাধিক যাত্রী অপেক্ষারত ছিল বিভিন্ন বাসস্ট্যান্ডে।