স্কাই মাইল টাওয়ার: বুর্জ খলিফাকে ছাড়িয়ে যাবে জাপানের যে আকাশচুম্বী অট্টালিকা!

স্কাই মাইল টাওয়ারের উচ্চতা হবে বুর্জ খলিফার দ্বিগুণ এবং প্যারিসের আইফেল টাওয়ারের পাঁচ গুণ! জাপান জানিয়েছে, ২০৪৫ সালের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে এই আকাশচুম্বী অট্টালিকার।